• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৭
সর্বশেষ :
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত বিএনপি’কে সতর্কবার্তা জামায়াতে’র শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মানববন্ধন নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত মহম্মদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ ডুমুরিয়া উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃ’ত্যু ভারতেই থাকব, দেশে ফিরব না: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা প্রেমে ব্যর্থ হয়ে ১২ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছে মামুন ডুমুরিয়ায় মোটরসাইকেলে ধা’ক্কায় মৎস্য চাষির মৃ’ত্যু

বিসিবি তামিম-মিরাজের ফোনালাপ খতিয়ে দেখবে

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: তামিম ইকবাল-মিরাজ ফোনালাপ ফাঁস। মিরাজকে তামিম বলছেন মুশফিক এটা কাজ করছে? …. এখন তোদের সাথে নেই, খেলিনা তো ন্যাশনাল টিমে এখন অনেকের ভাবটাব বেড়ে গেছে, এইটা হইল সমস্যা। যখন খেলতাম, ক্যাপ্টেন ছিলাম ক্যাপ্টেন থাকলে তো এরকম করতে পারতি না। এখন আমার দাম নাই, দাম কমে যাচ্ছে বলে তোরা এমন করতেছিস…অসুবিধা নাই মিরাজ। সময় আমারও আসবে। একটা কথা শোন মিরাজ, পৃথিবী গোল। আজকে তুই ঐ সাইড, আমি এই সাইড। কালকে আমি ঐ সাইডে বসব, তুই এই সাইডে আসবি।’ মঙ্গলবার রাতে এসব কথা একটা টিভি চ্যানেল প্রতিবেদন আকারে প্রচার করেছে। পরদিন এ নিয়ে ক্রিকেটের কোটি ভক্তের প্রাণে উদ্বেগের জন্ম দেয়। বুধবার তামিম ইকবাল ঘোষণা দেন সন্ধ্যায় তিনি লাইভে এসে ক্লিয়ার করবেন। তামিম, মিরাজদের জন্য কোটি প্রাণ ভালোবাসা উজাড় করে দেয়। তামিম বিশ্বকাপে যাওয়া জাতীয় দল থেকে বাদ পড়ায় কোটি কোটি ক্রিকেট ভক্ত মন খারাপ করেছিল। কেন তামিমকে বাদ দিল। তামিম নিজেও নিজের কথা বলতে রাজি ছিলেন না। তামিমের ব্যক্তিত্ব দেশের মানুষের কাছে আলাদা অবস্থান তৈরি করেছিল। সেই তামিম কীভাবে নিজের কণ্ঠে বলছেন, তিনি জাতীয় দলে নেই বলে তার দাম নেই। তামিমের চরিত্রের সঙ্গে এ ধরনের কথোপকথন সম্পূর্ণ বেমানান। তারপরও তামিমের ভক্ত, ক্রিকেট ভক্তরা মনোযোগ দিলেন তামিমের কথায়। ফেসবুক লাইভে তামিম, মিরাজ, সঙ্গে যোগ দিলেন মুশফিক, মাহমুউদুল্লাহ। তারা চওড়া হাসি দিয়ে বুঝিয়ে দিলেন এটি একটি বিজ্ঞাপন। ক্রিকেটের কোটি মুখ হতাশ। তামিমের কাছ থেকে এমন অপ্রত্যাশিত কথাগুলো শুনে। এ সব কিছুই নজরে এসেছে বিসিবির সভাপতি এবং ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের। হতাশ হয়েছেন তিনি। বিশেষ করে বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহর ব্যাপারে। গত বৃহস্পতিবার দুপুরে পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়টি বিসিবি গুরুত্ব দিয়ে দেখছে। তামিম ইকবাল চুক্তির বাইরে থাকলেও পাপন বলেছেন, ‘তাদের (মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ) সঙ্গে ক্লিয়ারকাট কন্ডিশন আছে। আমি আজকেই দেখব। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে বোর্ড তার মতো করে সিদ্ধান্ত নেবে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com