• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

ব্যতিক্রমী এক অ্যালবাম ৮ মিনিটে ৮ গানের !

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: গানের পাশাপাশি দিনটিকেও ব্যতিক্রমী করতে লিপ ইয়ার বেছে নিলেন পার্থিব ব্যান্ড-কর্তা রুমন। এদিন বড় আয়োজনে তিনি তার প্রকাশ করলেন একক অ্যালবাম ‘অপ্রচলিত’। যাতে আছে ৮টি গান। প্রতিটি গানই আলাদা ঘরানার কথা-সুরে সাজানো। মজার ব্যাপার হচ্ছে, পুরো অ্যালবামের দৈর্ঘ্য মাত্র ৮ মিনিট! অর্থ্যাৎ অ্যালবামের প্রতিটি গানের দৈর্ঘ্য প্রায় ১ মিনিট করে। আবার সবগুলো গানেরই হয়েছে থিমেটিক ভিডিও! রুমনের ভাষ্য, ‘১ মিনিট দৈর্ঘ্য বা তারও কম সময়ের গান থাকতে পারে। আছেও নিশ্চয়ই। কিন্তু ৮টা গান দিয়ে ৮ মিনিটের একটা পূর্ণাঙ্গ অ্যালবাম পৃথিবীতে এর আগে হয়েছে বলে আমার জানা নেই। সেজন্যই অ্যালবামের নাম ‘অপ্রচলিত’ রাখা। প্রকাশের জন্য লিপ ইয়ার দিনটাকে বেছে নেওয়া।’ ২৯ ফেব্রæয়ারি রাত ঠিক ৮টায় অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়। প্রকাশ হয় রুমনের ইউটিউব চ্যানেলে। বিশেষ এই অ্যালবামটির প্রকাশনা আয়োজনে রুমনকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ফোয়াদ নাসের বাবু, মাকসুদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, হামিন আহমেদ, লাবু রহমান, মানাম আহমেদ, টিপুসহ ব্যান্ড সংগীতের অনেক মুখ। ছিলেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, বাপ্পী খান প্রমুখ। অ্যালবামটি প্রকাশের পর সেটি শুনে ও দেখে উচ্ছ¡সিত হয়ে মাইলস-এর মানাম আহমেদ বলেন, ‘দারুণ লেগেছে আইডিয়াটি। যদিও এই প্র্যাকটিসটা আমরাও করতাম, যখন অ্যালবামের প্রচলন ছিল। তখন একসঙ্গে অনেকগুলো গানের ডামি তৈরি করতাম। যেগুলোর দৈর্ঘ্য এক মিনিট বা তারও কম থাকতো। এরপর ব্যান্ড মেম্বার ও বন্ধুদের সেগুলো শোনাতাম। যে সুর বা লিরিকটা ভোট পেতো, সেটা পরে পূর্ণাঙ্গ গান তৈরি করতাম। রুমনের এই আইডিয়া ভালো লেগেছে। আমি খুব অপেক্ষায় থাকবো এই ধরনের উদ্যোগ শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা জানার জন্য। দেশের ব্যান্ড সংগীতের উপস্থিত প্রায় সবাই মজা করে তাই বলেছেন, ‘এবার গানগুলো পূর্ণাঙ্গ করো’। তবে প্রত্যেকেই ভিন্ন ধারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সবাই অপেক্ষা করছেন, নতুন ধারার এই গানগুলোকে শ্রোতারা কেমন করে গ্রহণ করে, সেটা দেখবার জন্য। অ্যালবামটি দৈর্ঘ্য মাত্র ৮ মিনিট হলেও এটি তৈরি করতে ৮ মাসের মতো সময় লেগেছে রুমন ও তার সহযোদ্ধাদের। কেমন করে মাথায় ঢুকলো ভিন্ন এই ভাবনা? বিস্তারিত জানালেন রুমন। তো গান বানান, একটা প্রোজেক্ট করেন। সব গানের ডিউরেশন হবে এক মিনিটের।’ আমি হেসে উত্তর দিয়েছিলাম, করাই যায়। তবে সত্যি বলতে কি, ব্যাপারটা তখন সিরিয়াসলি নিইনি। তার কিছুদিন বা দুই এক মাস পর গীতিকবি বাপ্পী খান ভাইয়ের ওয়ালে একটা ছোট্ট লেখা, ‘এই মেঘলা সুন্দরী রাতে’ দেখি। লেখাটা ভীষণ ভালো লাগে। সুর করি সাথে সাথেই। বাপ্পী ভাইকে পাঠাতেই ওনারও খুব পছন্দ হয়। এবং তখনই এন্টোনির দেয়া ভাবনাটা মাথায় ফিরে আসে। শুরু হয় এই প্রোজেক্ট। বাপ্পী ভাই এর ছোট ছোট লেখায় আমি একের পর এক সুর করতে থাকি। তার সাথে যোগ হতে থাকে গালিব, মারুফ আর মেঘলার লেখা। সেই অনেকগুলো গান থেকে ৮টা বেছে নিয়ে তৈরি হয় ‘অপ্রচলিত’ অ্যালবাম। এরজন্য আমাদের ব্যয় হয় ৮ মাসের মতো!’’ অনুষ্ঠানে দাঁড়িয়ে অ্যালবামটি তৈরির গল্প এভাবেই জানালেন রুমন। পাশাপাশি অ্যালবাম সংশ্লিষ্ট সবাইকে জানালেন কৃতজ্ঞতা। অপ্রচলিত অ্যালবামে গানগুলো হচ্ছে, অন্যভ‚বন, ঝুম, একটি প্রেমের গল্প, সে তুমি আর কে?, প্রসঙ্গ প্রিয়তম, জলের সিঁড়ি, নিদারুণ গুনগুন ও মেঘলা সুন্দরী রাতে। ৫টি গানই লিখেছেন বাপ্পী খান। বাকি তিন গীতিকবি মেহরুন নাহার মেঘলা, মারুফ হাসান ও গালিব সর্দার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com