• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩০

ব্র্যান্ড ২৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ব্যাটিংটাই তাঁর মূল কাজ। দরকারি সময়ে হাতও ঘুরান নিল ব্রান্ড। তাঁর প্রথম শ্রেণির রেকর্ডই বলছে দরকারি সময়েই শুধু হাত ঘুরান। ৫১ ম্যাচ খেলেও যে নামের পাশে নেই কোন উইকেট। কিন্তু সেই ব্র্যান্ডই কিনা প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে গড়েছে কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই বাঁহাতি স্পিনার ১১৯ রানে ৬ উইকেট শিকার করে ভেঙেছেন ২৪ বছরের পুরনো রেকর্ড। প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলতে নেমেছেন ব্র্যান্ড। তাই এই ম্যাচ স্মরণীয়ই বলা যায় তাঁর জন্য। তাঁর সঙ্গে যোগ হয়েছে ৬ উইকেট শিকারের প্রাপ্তি। তাতে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের পুরনো ইতিহাসে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে ৬ উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল শুধুই নাঈমুর রহমান দুর্জয়ের। বাংলাদেশের প্রথম টেস্টে ২০০০ সালে ভারতের বিপক্ষে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে অভিষেকে পাঁচ উইকেট আছে আর মাত্র একজন অধিনায়কের। ১৮৮৯ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অব্রে স্মিথ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট এসএ টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত দেশটির শীর্ষ সারির ক্রিকেটাররা। তাই আনকোরা দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে গিয়েছে প্রোটিয়ারা। যেকারণে এর আগে কোন টেস্ট না খেলা নিল ব্র্যান্ডকে অধিনায়ক হিসেবে বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে প্রোটিয়াদের ৬ ক্রিকেটারের অভিষেক হয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ৫১১ রানে। প্রোটিয়ারা দ্বিতীয় দিন শেষ করেছে ৮০ রানে, হারিয়েছে ৪ উইকেট। ব্যাট হাতে মাত্র ৪ রানে ফিরেছেন ব্র্যান্ড।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com