• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩১
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ পার্লামেন্টে অনুমোদন

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিদেশ : ভিয়েতনামের পার্লামেন্ট বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভো ভ্যান থুঅংয়ের পদত্যাগের বিষয়টির অনুমোদন দিয়েছে। রাজনৈতিক দ্ব›দ্ব ও দুর্নীতির কারণে উত্তাল কমিউনিস্ট দেশটিতে হাই প্রোফাইল নেতাদের পতনের সবচেয়ে বড়  ঘটনা এটি। খবর এএফপির। মতাসীন কমিউনিস্ট পার্টি গতকাল এক ঘোষণায় জানায়, প্রায় এক বছর দায়িত্ব পালন শেষে থুঅং তার দায়িত্ব শেষে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে বলা হয়, তিনি অনির্দিষ্ট কিছু ত্রæটি ও সীমা লঙ্ঘনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। বেশ কয়েকদিন থেকেই গুজব ছিল, তিনি সরে দাঁড়াচ্ছেন। তাই ৫৩ বছর বয়সী এই নেতার চলে যাবার মধ্য দিয়ে ভিয়েতনামের রাজনীতিতে চরিত্র হননের চিত্রই বেশ প্রকট হয়ে দেখা দিচ্ছে। ভিয়েতনামের সরকার নিয়ন্ত্রিত সংবাদ ওয়েবসাইট টুঅই ট্রি নিউজ জানায়, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি এক রুদ্ধদ্বার সেশনের বৈঠকে থুঅংকে পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়। ভিয়েতনাম দীর্ঘদিন থেকে স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবর্তনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছিল। সা¤প্রতিক এই তৎপরতাকে রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে এসব তৎপরতায় পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু থ্রংয়ের একচ্ছত্র ক্ষমতার লক্ষণই প্রকট হয়ে দেখা দিচ্ছে। গত জানুয়ারি মাসেই থুঅংয়ের পূর্বসূরি নগুয়েন শন ফুককে হঠাৎ করে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। ভিয়েতনামের শীর্ষ বেশ কিছু ব্যবসায়ীরর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে বিচার চলছে এবং এদের মধ্যে একজন সাড়ে ১২ বিলিয়ন ডলারের বন্ড কেলেঙ্কারির জন্য মৃত্যুদÐের মুখোমুখিও হতে পারেন। দশটির কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে ২০২১ সালের পর থেকে ১৮ জন সদস্যের মধ্যে চারজনকে সরে যেতে হয়েছে। এর মধ্যে দুজন প্রেসিডেন্ট, একজন উপপ্রধানমন্ত্রী ও একজন সাবেক বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com