• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৩৭
সর্বশেষ :
শ্যামনগরে জমির মালিকদের নামে মা মলা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নেট, পাটা, জাল অপসারণে উদ্যোগী দেবহাটার ইউএনও আসাদুজ্জামান দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগরে বজ্রপাতে একজন নি হ ত দেবহাটায় সাংবাদিক তারেকের উপর হামলায় রিপোর্টার্স ক্লাবের নিন্দা ও প্রতিবাদ আশাশুনি দাখিল মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত হওয়ায় শুকরিয়া সমাবেশ পাইকগাছায় দিনভর টানা ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে হাজারো মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায়‌ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মন্ত্রী রোমানের সমস্যার খোঁজে

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: জাতীয় দল থেকে রোমান সানার অবসরের ঘটনায় ক্রীড়াঙ্গনে তোলপাড় হয়েছে। বিশ্ব আসর থেকে পদক জিতে, দেশের মাত্র দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জন করে খেলেও ক্যারিয়ার নিয়ে আর্থিক অনিশ্চয়তার বিষয় সামনে এনে দিয়েছেন তিনি, তা ক্রীড়াঙ্গনের এক কঠিন বাস্তবতাই তুলে ধরেছে। ফলে রোমানের অবসর ইস্যুটা সেখানেই শেষ হচ্ছে না। এটা ঠিক যে আর্চারি ফেডারেশন তাঁকে অবসর থেকে ফেরাতে দৃশ্যমান কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। তবে শিগগিরই হয়তো ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বসবেন দেশসেরা এই আর্চারের সঙ্গে। গত বৃহস্পতিবার সাভারে যুব উন্নয়ন ইনস্টিটিউটে ৭ মার্চের অনুষ্ঠান শেষে রোমানের অবসর ইস্যুতে সংবাদকর্মীরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি এখনই মন্তব্য করতে চাই না। তবে গতকালই (গত বুধবার) আমি আর্চারি ফেডারেশনের সভাপতিকে ডেকেছিলাম। ওর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা জানতে চেয়েছি ওর সমস্যাটা কোথায়, কেন হঠাৎ করে ও এ ধরনের সিদ্ধান্ত নিল। আমি আশা করছি, খুব শিগগির হয়তো তার (রোমান) সঙ্গেও বসা হতে পারে। তার সঙ্গে বসলে হয়তো বুঝব আসলে সমস্যাটা কোথায়।’ ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নাজমুল হাসান ধারাবাহিকভাবে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসছেন, তাদের সমস্যা-সম্ভাবনা নিয়ে। ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের যে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাব সে বিষয়টিতে আলাদাভাবে নজর না দেওয়া হলেও রোমানের ইস্যু সেটিই নতুন করে সামনে এসেছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com