• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৮
সর্বশেষ :
না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে দুই গ্রুপের সং ঘ র্ষ, সভাপতিসহ আহত ৩০ প্রচার মাইকের যন্ত্রণা, অটোরিকশাসহ যানবাহনের হর্ণের বিকট শব্দে নাকাল ডুমুরিয়া তালায় ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে : হাবিবুল ইসলাম শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা দেবহাটায় ডাঃ শহিদুল আলমের ৩১দফা বাস্তবায়নে প্রচারনা শুরু

মহম্মদপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে দিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

এ উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মানান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের নেতৃত্বে পার্টি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। নানা শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টি অফিস চত্বরে এসে শেষ হয়।

 

এদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মানানের সভাপতিত্বে কেক কাটা হয়েছে।

 

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মিনহা এবং মহিলা যুবলীগের আহবায়ক শারমীন আক্তার রুপালী প্রমূখ।

 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com