• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে দুই পর্বে এই সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ড. শ্রী বীরেন শিকদার।

 

মাসিক সভার মাধ্যমে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ ও শামীমা হাসান পলিকে দায়িত্ব বুঝে দেয়া হয়েছে।

 

এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয় উপজেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

 

প্রথম পর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে মাসিক আইনসৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিবেসে বক্তব্য দেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ড. শ্রী বীরেন শিকদার।

 

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, শামীমা হাসান পলি, ওসি বোরহান উল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আাল মামুন সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আাফরোজ ও বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মিনহা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com