• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৩২
সর্বশেষ :
আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে সাড়ে ৮হাজার টাকা জরিমানা আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা মাছ কাটার শ্রমিক থেকে উদ্যোক্তা: আঁইশে গড়া সম্ভাবনার গল্প না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে দুই গ্রুপের সং ঘ র্ষ, সভাপতিসহ আহত ৩০ প্রচার মাইকের যন্ত্রণা, অটোরিকশাসহ যানবাহনের হর্ণের বিকট শব্দে নাকাল ডুমুরিয়া

মাদক পাচারবিরোধী অভিযান, ইউরোপজুড়ে গ্রেপ্তার ৫৯

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইউরোপে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাদক-পাচারকারীরা কাজ চালাত মূলত আলবেনিয়া ও ইতালি থেকে। তবে অভিযুক্তদের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়। ইউরোপের বিচারবিভাগীয় এজেন্সি ইউরোজাস্ট জানায়, আসামিরা হেরোইন, কোকেন, হাশিস, মারিজুয়ানা পাচার করত। গাড়ির গোপন জায়গায় করে এই মাদক পাচার করত তারা। অভিযুক্তদের আলবেনিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলে। এ ছাড়া ইতালিতে আরও ১০ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মাদকপাচারকারীদের বিরুদ্ধে ফ্লোরেন্সে ইউরোজাস্ট ও ইউরোপোলের অফিস তদন্ত শুরু করে। তাদের সাহায্য করে পুলিশ কর্মীরা। গোটা ইউরোপজুড়ে তারা মাদকপাচারকারীদের নেটওয়ার্ক খুঁজে বের করে তা ভাঙতে তৎপর হয়। ২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে ১১ টন কোকেন উদ্ধার করা হয়। সেই সময় তল্লাশি চালিয়ে ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। স্পেনের পুলিশ সেই সময় জানিয়েছিল, মূলত আলবেনিয়ার পাচারকারীরা ওই কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিল। তারাই ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় মাদক পাচারের কাজটা করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com