• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪
সর্বশেষ :
নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন  বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বাদশা মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১  কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মানববন্ধন এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

মার্ভেল অভিনেতা মিচেল মাত্র ৪৯ বছরে চলে গেলেন

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত রোববার তাঁর পরিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে একটি বিবৃতিতে অভিনেতার মৃত্যুর সংবাদটি জানানো হয়। ‘স্টার ট্রেক : ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কেনেথ। সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে এএলএস ধরা পড়ে মিচেলের। সা¤প্রতিক বছরগুলোতে তিনি এবং তাঁর পরিবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে পর্যায়ক্রমিক আপডেট শেয়ার করেছে। আগস্টে মিচেল ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা মিচেল তাঁর অভিনয় ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে কাজ করেছেন। ২০০৪ সালের হকি ফিল্ম ‘মিরাকল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মিচেল। তিনি মার্ভেলের ২০১৯ সালের চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও বহু টিভি সিরিজে অভিনয় করেছেন মিচেল, যার মধ্যে রয়েছে ‘জেরিকো’, ‘দ্য অ্যাস্ট্রোনট ওয়াইভস ক্লাব’ এবং ‘জন্মের সময় সুইচড’-এর মতো জনপ্রিয় সিরিজ। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক : ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে মিচেল তাঁর স্ত্রী সুসান এবং তাঁদের দুই ছোট সন্তানকে রেখে গেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com