• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০
সর্বশেষ :
নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন  বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বাদশা মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১  কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মানববন্ধন এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন সাতক্ষীরা বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

নিজস্ব প্রতিনিধি / ৬৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা ১ (তালা -কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আজ বিকাল ৪ঃ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মাঝে আনন্দের ঢল ।

 

হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির পর সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরদার তালা উপজেলা যুবদলের সবে সভাপতি হাফিজুর রহমান হাফিজ তালা উপজেলা কৃষক দলের আহবায়ক ডাক্তার মামুন যুবদলের তলা উপজেলা সভাপতি মন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দরা আনন্দে মিষ্টি বিতরণ করেন।

 

ইতিমধ্যে পাটকেলঘাটা এলাকায় বিভিন্ন জায়গায় হাবিবুল ইসলাম হাবিবের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।

 

জানা যায় ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বাহরে কথিত হামলার অভিযোগে ২০১৫ সালে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে জেলে পাঠায় এবং ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়। তাকে সাতক্ষীরা জেল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

এদিকে নজির বিহীন এ রায়ের কারণে তলা উপজেলার বিএনপির নেতা কর্মীদের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সে সময় স্থানীয় নেতারা মিথ্যা রায়ের প্রতিবাদে এলাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল করে। দীর্ঘ তিন বছর চার মাস কারা ভোগের পর গত ২০২৪ সালের গত ০৫ ই আগস্ট ছাত্র-জনতার এক দফা দাবির মুখে সাবেক সরকার পদত্যাগ ও পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার থাকাবস্থায় এক সপ্তাহ আগে সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের উক্ত মামলায় জামিন হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪ টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

 

জানা যায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাযর এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন দক্ষিণ বঙ্গের এই প্রিয় নেতা। তিনি শৈশব থেকেই পড়াশুনায় মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৯৩ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মনোনীত হন। ১৯৯৪ সালে রিজভী ও ইলিয়াস হোসেন কমিটির ১নম্বর সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিজে জন্মভূমি সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করেন এবং সাতক্ষীরা ১ আসনে ১৯৯৬ সালে সংক্ষিপ্ত মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

পরবর্তীতে ২০০১ সালের পহেলা অক্টোবরে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সাতক্ষীরা ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি পাটকেলঘাটা কে প্রশাসনিক থানায় রূপান্তরিত করা সহ এলাকার নানা অবকাঠামগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড করে সর্বস্তরের জনগণের সোনাম অর্জন করেন। পরবর্তীতে দলের কঠিন সময়ে ২০০৯ সালে কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক নির্বাচিত হন। এবং পরবর্তীতে ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com