• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

মিন্নি মরণব্যাধিকে জয় করে গানে ফিরলেন

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গান নিয়েই ছিল তার ব্যস্ততা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে পদচারণা ছিল তার। শো করতে গিয়েছেন বিদেশেও। তিনি নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। তাকে অনেকেই দেশের প্রথম নারী গিটারিস্ট বলে থাকেন। তবে সব কিছু ঠিকমতো চললেও হঠাৎ করেই গান থেমে যায় তাঁর। শরীরে বাসা বাঁধে মারণব্যাধি ক্যান্সার। মারণব্যাধি ক্যান্সার জয় করে পাঁচ বছর পর গানে ফিরলেন মিন্নি। ‘বোঝাপড়া’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিও দিয়ে নতুন করে এলেন গানের জগতে। গানটি তাঁর ব্যান্ড ‘নির্বাসন’-এর সর্বশেষ আয়োজন। জানা যায়, পাঁচ বছর ধরে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিল। তবে দীর্ঘদিন পর আবারও নতুন চমক নিয়ে ফিরল ব্যান্ডটি। রক ঘরানার ব্যান্ড নির্বাসন-এর নতুন গান বোঝাপড়া শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। নির্বাসন ব্যান্ডের ‘বোঝাপড়া’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন মইন জাকি এবং কণ্ঠ দিয়েছেন গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনা ও পরিবেশন করেছেন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান কন্টেক্সট জি ফিল্মস। মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিন্স এ আর ও জেবা জান্নাত। ৪ ফেব্রæয়ারি বিকেল ৫টায় কন্টেক্সট জি ফিল্মস এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়। উল্লেখ্য, শারমিন আহমেদ মিন্নি এই ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে আছেন। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা সব সময় চাই সকলের মধ্যে থাকতে। আমাদের দেশে ব্যান্ড গানের অনুরাগী আছেন অনেক, তাদের জন্যই এই গান।’ তিনি জানান, একটি ধারাবাহিকতা বজায় রেখে আরো নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেওয়ার পরিকল্পনা করছে ব্যান্ড নির্বাসন ও তার দল।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com