• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:৫৩
সর্বশেষ :
পাটকেলঘাটায় কাচামালের আড়ৎ উদ্বোধন করলেন সাবেক এমপি হাবিব শ্যামনগর থেকে ইট ভাটায় যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষে ৫জন নি হ ত  দেবহাটার সখিপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা শাখার আয়োজনে গণসমাবেশ ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ শ্যামনগরে মাদকদ্রব্যসহ আটক -৩ সাতক্ষীরা থেকে শ্যামনগর বংশীপুর ভেটখালী রাস্তার বেহাল দশা নবাগত জেলা প্রশাসকের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময়  বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

মোরেলগঞ্জে জমিজমা বিরোধে মসজিদে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত-১৫

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধে একটি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে দূর্বৃত্তোর হামলা ও মসজিদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওই মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধাসহ
দুই গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। নিকটস্ত ফাঁড়ির পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মুসল্লিদে জুম্মার নামাজ ব্যহত।
সরেজমিন জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে হেলালিয়া জামে মসজিদে জুম্মার নামাজে
৬০/৭০ জন মুসল্লি উপস্থি থকে খুদবা শুনছিল এ সময় মসজিদের সভাপতি জমিদাতা বীর মুক্তিযোদ্ধা মো.
সুলতান আলী হাওলাদারের সাথে প্রতিবেশী হেমায়েত উদ্দিন দিহিদারের সাথে জমি জমা বিরোধকে কেন্দ্র করে
হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ২০/৩০ জন নারী পুরুষ সংঘবদ্ধ দল মসজিদে ঢুকে বীর মুক্তিযোদ্ধা সুলতান
হাওলাদারকে এলোপতাড়ি মারপিট শুরু করে। মুসল্লিরা বাঁধা দিলে হামলাকারিরা মসজিদের মধ্যে এলোপাতাড়ি
ইটপাটকেল ছুঁড়তে থাকে।
এতে মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ (৩৮), বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার (৭১), তার ছেলে
এনামুল হক হাওলাদার (৪৮), নাতী রাব্বি হাওলাদার (২৫), মুসল্লি ওবায়দুল হাওলাদার (৪০)। অপরপক্ষের
হালিমা বেগম (৩৫), আসমা বেগম (৩৮), এনায়েত হাওলাদার (৫৫), ইশ্রাফিল হাওলাদার (২১), তরিকুল ইসলাম
জয় (১৪)সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর ৫ জখমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার বলেন, ২০ বছর ধরে তারই প্রতিবেশী
হেমায়েত উদ্দিন দিহিদারের সাথে দুই একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরধরে তারা পরিকল্পিতভাবে
মসজিদে ঢুকে মহিলাদের নিয়ে এ হামলা চালিয়েছে।
এ বিষয় জানতে চাইলে হেমায়েত উদ্দিন দিহিদার বলেন, মসজিদের সভাপতি সুলতান আলী হাওলাদার মসজিদের
কোন হিসাব নিকাশ না দিয়ে মসজিদের দেড় বিঘা জমি একাই ভোগ দখল করে আসছে। হিসাব চাইলে সুলতান
আলী হাওলাদারের লোকেরা হেমায়েত উদ্দিনের ভাই এনায়েত হাওলারসহ ৫ জনকে জখম করে।
মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ বলেন, জুমার নামাজের পূর্বে খুদবা চলাকালীণ হঠাৎ করে চারদিকে
ইটপাটকেল নিক্ষেপ করে।আতঙ্কে মুসল্লিরা ছুটাছুটি করে মসজিদ ত্যাগ করে। আমি নিজেও ইটের আঘাতে
আহত হয়েছি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মসজিদের হামলার
বিষয়টি তিনি অবহিত নন। ফাঁড়ি পুলিশও আমাকে ঘটনাটি জানাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com