• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৬
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

মোরেলগঞ্জে জমি দখলে হামলা: ভেড়ির মাটি কেটে মিশিয়ে  দিয়েছে প্রভাবশীরা

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা গাছপালা কেটে তছনছ, ভেড়ির মাটি কেটে মিশিয়ে দিয়েছে প্রভাবশীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পৌরশহরের ৯নং ওয়ার্ড সানকিভাঙ্গা গ্রামে। এ ঘটনায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানাগেছে, সানকিভাঙ্গা গ্রামের সরকারি  চাকুরে  লিয়াকত আলী হাওলাদারের পৈত্রিক ভোগদখলীয় ২৩ শতক জমিতে শনিবার সকালে পরিকল্পিতভাবে একই গ্রামের প্রতিবেশী শিক্ষক কামরুজ্জামান নাসির হাওলাদারের নেতৃত্বে মুহসিনূল ইসলামসহ ২৫/৩০ জন লোক সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জমির ঘেড়া বেড়া কেটে বিভিন্ন প্রজাতির সবজী ফসলের গাছ কেটে দেয়। এ সময় ওই জমিতে ভেড়িবাধ কেটে তারা মাটির সাথে মিশিয়ে দেয়।
ক্ষতিগ্রস্ত লিয়াকত আলী হাওলাদারের স্ত্রী রুমিয়া বেগম বলেন, তার স্বামী  ও ছেলে সরকারি চাকুরি করার সুবাধে বাড়িতে না থাকায় জমি জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষ স্কুল শিক্ষক কামরুজ্জামান নাসির তার লোক জন নিয়ে এসে তাদের জমিতে এ হামলা চালায়।  এতে ৫০ হাজার টাকার ক্ষতিস্বাধন করে। ২/৩ দিন পূর্বে থেকে এ ধরনের হামলার আশংকায় ছিলাম। শুক্রবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি ওই রাতে পুলিশ ঘটনাস্থলে এসেছিলেন। হামলার পরে ৯৯৯ এ ফোন দিলে সকালে থানা থেকে পুলিশ এসে দেখে গেছেন।  এদের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। প্রভাবশালীদের ভয়ে এখন নিরাপত্তাহীনতায় পরিবার পরিজন নিয়ে আতংকে আছি।

এ সর্ম্পকে শিক্ষক কামরুজ্জামান নাসির হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, দলীল ও এসএ রেকর্ড অনুযায়ী ওই জমির মালিক তারা। সে কারো জমির মাটি কাটেনি। নিজেদের জমির মাটি নিজেরাই কেটেছেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জমি সংক্রান্ত বিরোধের হামলার একটি অভিযোগ পেয়েছি।  বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com