এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম জন্ম মহা-মহোৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে সৎসংঘ মন্দিরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে এ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন সৎসঙ্গ মন্দির কমিটির সভাপতি রতন কর্মকার, সাধারণ সম্পাদক বাবুল সাহা, উজ্জল রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, কাউন্সিলর শংকর কুমার রায়, কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রতন কুমার সাহা, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, স্বপন কুমার সাহা প্রমুখ। বনাঢ্য এ শোভাযাত্রাটিতে হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নারী পুরুষ ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন।
https://www.kaabait.com