মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা :বাগেরহাটের মোরেলগঞ্জ মঙ্গলবার সকালে এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
তিন দিন ব্যাপি অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম। স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো.হেমায়েত হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগীয় ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল লতিফ শেখ, সহ সুপার মুহাম্মদ মেহেদী হাসান, বিপিএড শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, সহাকারী শিক্ষক বুরহানে সুলতান,মোজাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, সালমা শাহিরীন,খাদিজা খাতুন, মেহেদী হাসান, আব্দুল হালিম,আরিফুল ইসলাম, সোহেল রেজা প্রমুখ।
এর আগে সমাবেশে ছালাম গ্রহন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম, অলিম্পিক পতাকা উত্তোলন করেন সভাপতি মো.হেমায়েত হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭ টি ইভেন্টে ১০২ জনকে পুরস্কৃত করা হবে।