মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ দিনের ব্যবধানে তিন কৃষকের ১৩ টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে বুধবার ভোররাত ৪টার দিকে। ওই রাতে দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের কৃষক বেলায়েত হোসেন খান ও মনিরুজ্জান খানের গোয়ালঘরের তালা ভেঙ্গে ৬টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এর আগে, গত শুক্রবার(৯ ফেব্রæয়ারি) রাতে বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক জাকারিয়া শেখের গোয়ালঘরের তালা ভেঙ্গে নিয়ে গেছে ৭ টি গরু। তিন কৃষকের গোয়ালঘর ফাঁকা করে নিয়ে যাওয়া ১৩টি গরুর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা বলে ভূক্তভোগী কৃষকেরা দাবি করেছেন। এ ঘটনায় ওই তিন কৃষক নিঃস্ব হয়ে গেছেন।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গরু চুরির খবর পাওয়ার পরেই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
https://www.kaabait.com