• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:১২
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

মোহামেডানের হকিতে বড় জয়

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: প্রিমিয়ার হকি লিগে মেরিনার ইয়াংসকে এক ধাক্কায় নিচে নামিয়ে দিয়েছে মোহামেডান। ট্রফি জয়ের পথ কঠিন করে দিয়েছে। মোহামেডান ৩-২ গোলে হারিয়েছে মেরিনারকে। সুপার সিক্স পর্বে মেরিনারকে অনেক অঙ্কের হিসাব মেলাতে হবে, তারপর কথা। মোহামেডানের জয়ে আবাহনীর পথ কিছুটা সহজ হলেও আবাহনীর সাবেক তারকা খেলোয়াড় মাহবুব এহসান রানা ততটা সহজ দেখছেন না। পয়েন্ট টেবিলে থাকা আবাহনীকেও অঙ্কের হিসাব মিলিয়ে শিরোপা জয় করতে হবে। মেরিনারকে হারিয়ে মোহামেডান মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রীতিমত উল্লাস করেছে। কঠিন ম্যাচ ছিল। নানা ঘটনাও ছিল। দেরিতে খেলা শুরু হওয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কান আম্পায়ারের সিদ্ধান্ত ছিল বিতর্ক। বার বার রিভিউ, মেরিনারের এক কর্মকর্তা দিপু কয়েক বার ম্যাচের টিও নাজিরুল ইসলাম নাজুকে গায়ে ধাক্কা দিতে দেখা যায়। এখনকার ম্যাচে খেলোয়াড়রা যতটা না উত্তেজিত তার চেয়ে বেশি উত্তেজিত থাকেন সাইড লাইনে থাকা ক্লাব কর্মকর্তারা। তার প্রতি এমন আচরণ নিয়ে খেলা শেষে নাজু বলছিলেন, ‘সবাই একই। এভাবেই চলছে আমাদের।’ খেলার মাঠে গায়ে হাত দেওয়ার ছবিগুলো খেলার সঙ্গে যায় না। কে দেখবে, কে বলবে? এভাবেই লিগের বড় বড় ম্যাচ শেষ হতে সময় চলে যায়। ৬০ মিনিটের খেলা শেষ হয় তিন ঘণ্টায়। খেলার আনন্দ সব মাটি হয়ে যায়, দর্শকও আসতে চায় না। ফাঁকা পড়ে থাকে স্টেডিয়ামের গ্যালারি। গত সোমবার তো মোহামেডান-মেরিনারের ম্যাচের চার কোয়ার্টারের শেষ ১৫ মিনিটের খেলা শেষ হতে লেগেছে ৫৫ মিনিট। ১১ মিনিটে মোহামেডান এগিয়ে যায় দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে, ১-০। দ্বিতীয় কোয়ার্টারে, ২৭ মিনিটে ফজলের হোসেন রাব্বির ফিল্ড গোলে ১-১ সমতা আনে মেরিনার। তৃতীয় কোয়ার্টারে আবেদের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার, ১-২। শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে, মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে জয় নিশ্চিত হয়, ৩-২।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com