• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭
সর্বশেষ :
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটায় ধান চাউল সংগ্রহের উদ্বোধন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নকিপুর বাজার পরিদর্শন  তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আ ট ক

রংপুর ঢাকাকে গুড়িয়ে শীর্ষস্থান মজবুত করল

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দারুণ শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। সেটাই শেষ। তার পর শুধু হারের গল্পই লেখা হয়েছে ঢাকার। মঙ্গলবারও ব্যতিক্রম কিছু করতে পারেনি মোসাদ্দেক হোসেন সৈকতের দল। এদিন রংপুর রাইডার্সের গড়া ১৭৫ রানের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে তারা। টপ অর্ডার-মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১১৫ রানের থেমেছে ঢাকার ইনিংস। ৬০ রানের এই জয়ে শীর্ষে থাকা রংপুর নিজেদের অবস্থান আরও শক্ত করলো। ব্যাট-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২০ বলে ৩৪ রানের পর বল হাতে নিয়েছেন তিনটি উইকেট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রনি তালুকদার-বাবর আজম-সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে একবারের চ্যাম্পিয়ন রংপুর। ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ওপেনার নাঈম শেখ ছাড়া কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৩১ বলে ৪৪ রান করে আউট হন নাঈম। অষ্টম উইকেটে তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর মিলে ১৩ বলে ২৭ রানের জুটি গড়লে ঢাকার ইনিংস ১১৫ রানে শেষ হয়েছে। ইরফান ১৫ বলে ২১ এবং তাসকিন ৮ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন। রংপুরের হয়ে বল হাতে দারুণ বোলিং করেছেন সাকিব। ১৬ রান খরচায় তার শিকার ছিল সর্বোচ্চ তিনটি উইকট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শেষ দিকে। হয়নি যদিও। এ ছাড়া শেখ মেহেদী, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। টস হেরে ব্যাটিং নেওয়া রংপুরের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার রনি ও বাবর মিলে ৪৬ বলে গড়েন ৬৭ রানের জুটি। দারুণ ব্যাটিং করতে থাকা রনি ৩৯ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। ২৪ বলে ৬ চার ও ১ ছক্কায় রনি তার ইনিংসটি সাজিয়েছেন। সঙ্গী হারিয়ে বাবর এবার জুটি গড়েন সাকিবের সঙ্গে। ৩৯ বলে ৫২ রানের জুটি গড়ে আউট হন পাকিস্তানের এই ক্রিকেটার। ৪৩ বলে ৫ চারে ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ব্যাট নিয়ে বিপিএলে অস্বস্তির মাঝে থাকা সাকিব ছন্দময় ব্যাটিং করেছেন। চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২ রান। খেলেছেন ৩৪ রানের দুর্দান্ত একটি ইনিংস। তার ২০ বলের ইনিংসে ছিল ১ চার ও ৩ ছক্কা! তার পর মিডল অর্ডারে নুরুল হাসানের ১০ বলে ১৬ এবং মোহাম্মদ নবীর ১৬ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর। ঢাকার হয়ে মোসাদ্দেক সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট নেন আরাফাত সানি ও সাব্বির হোসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com