স্পোর্টস: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে ছিলেন রশিদ খান। পিঠের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে শুক্রবার প্রথমবার ক্রিকেট খেললেন। ফিরেই ১৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন আফগানিস্তান অলরাউন্ডার। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। তাতে আফগান অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন তিনি। ২০১০ সালের ফেব্রয়ারি থেকে এই রেকর্ডের মালিক ছিলেন নওরোজ মঙ্গল। ওইবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন। রশিদের দুর্দান্ত বোলিংয়ের শিকার পল স্টার্লিং, কুর্টিস ক্যাম্ফার ও গ্যারেথ ডিলানি। আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ড থেমে যায় ৬ উইকেটে ১৪৯ রানে। অবশ্য রশিদের এই কীর্তির দিনে আফগানরা হেরে গেছে। ৩৮ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলো তারা। ১৮.৪ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
https://www.kaabait.com