• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:২৭
সর্বশেষ :
অবশেষে উন্মুক্ত হলো আলোচিত পাইকগাছার নাছিরপুরে খাস খাল আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে সাড়ে ৮হাজার টাকা জরিমানা আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা মাছ কাটার শ্রমিক থেকে উদ্যোক্তা: আঁইশে গড়া সম্ভাবনার গল্প না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাকুল প্রীত সিং সিদ্ধান্ত বদলালেন

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: আগামী বুধবার সাতপাকে বাঁধা পড়ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাকুল প্রীত সিং। কথা ছিল, জ্যাকি ভাগনানির সঙ্গে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন দেশের বাইরে। তবে শেষ পর্যন্ত রাকুল পরিকল্পনা বদলালেন। গোয়ার বিলাসবহুল হোটেল আইটিসি গ্র্যান্ডে হবে সব আয়োজন। গত বছরের শেষের দিকে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন- যাদের জাঁকজমক করে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে, তারা যেন দেশের কোথাও সেই আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। সেই আহŸানে সাড়া দিতেই শেষ মুহূর্তে এসে এমন সিদ্ধান্ত নিলেন রাকুল। ২৪৬ কক্ষের আইটিসি গ্র্যান্ডে ইন্দো-পর্তুগিজ কারুকাজের ছোঁয়া আছে। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, রাকুল-জ্যাকির বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকা সীমিত। বিশেষ অতিথি ছাড়া উপস্থিত থাকবেন পরিবার-পরিজন আর বন্ধুরা। বিয়েতে এলাহি আয়োজন থাকলেও অনুষ্ঠান হবে একেবারেই পরিবেশবান্ধব পদ্ধতিতে। থাকছে কিছু নিয়ম-কানুন। কার্বনের আধিক্য অর্থাৎ ‘কার্বন ফুটপ্রিন্ট’ কমাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিয়ের কার্ডও নীল-সাদা রঙে করা হয়েছে। এ ছাড়া কাউকে সরাসরি উপস্থিত হয়ে নিমন্ত্রণ করেনি দুজনের পরিবার। অনুষ্ঠানে চারাগাছ লাগানোর পরিকল্পনাও করছেন রাকুল-জ্যাকি। ধারণা করা হচ্ছে, সাতপাকে ঘোরার আগেই বৃক্ষরোপণ করবেন বর-কনে। তিন দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। আগামী সোমবার থেকে শুরু হবে হলুদ, মেহেদিসহ নানা আচার-অনুষ্ঠান। আগামী বুধবার ছাদনাতলায় যাবেন দুজনে। আগামী বৃহস্পতিবার মুম্বাইতে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে রাকুলের জন্মদিনে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে তাদের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com