• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:২০
সর্বশেষ :
ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  দেবহাটা উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী আশাশুনি যাত্রীবাহী বাস খাদে, আহত-১৪ ডুমুরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

রাখি সালমানের জন্য অঝোরে কাঁদলেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভাইজানের জন্য হাপুস নয়ণে কেঁদেই চলেছেন বলিউডের ‘ড্রামা কুইন’-খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। স¤প্রতি সালমানের বাড়ির উপর গুলি ছুড়েছিল দুর্বৃত্তরা। অভিনেতার জন্য চিন্তা থেকেই রাখির এ আচরণ। গত রোববার ভোর ৫টা নাগাদ সালমনের বাড়ির সামনে চলেছিল চার রাউন্ড গুলি। একটি এসে লাগে অভিনেতার জানলার পাশের দেয়ালে। তারপর থেকেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। মন্ত্রী থেকে বিধায়কদের আসা-যাওয়া সালমনের বাড়িতে। সিসিটিভি ফুটেজ থেকে ইতিমধ্যেই একজন দুষ্কৃতীর পরিচয় জানতে পেরেছে মুম্বাই পুলিশ। গত মঙ্গলবার সকালে গ্রেপ্তার হয়েছেন দু’জন। গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর দল। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে। পোস্টে তারা লিখেছে, ‘‘শেষবারে মতো সাবধান করছি। এরপর গুলি বাড়ির বাইরে নয়!’’ গত রোববার থেকে মায়ানগরী উত্তাল এই ঘটনা নিয়ে। এবার সালমনের হয়ে লরেন্স বিষ্ণোইয়ের পাশে হাতজোড় করে বিলাপ করলেন রাাখি। এমনিতেই বলিউডের অন্দরে তার নাম ‘ড্রামা কুইন’। এক মুহূর্তে তিনি কাদছেন পরমুহূর্তেই তিনি হাসছেন এমন নানা ভিডিও সমাজমাধ্যমে দেখা যায় রাখির। যদিও সালমন খানের প্রতি বরাবরই তার একটা আনুগত্য রয়েছে। বরাবরই সালমনকে ভাই বলে সম্বোধন করেন। অভিনেতার বাড়িতে গুলি চালানোর কাÐে চিন্তিত তিনি। বিষ্ণোই গ্যাংয়ের নিকট হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলেন,‘‘ ওনাকে ছেড়ে দিন। দয়া করে ওকে মারবেন না। ওর এখনও পর্যন্ত নিজের সংসার হয়নি। ’’ ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমনের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমনকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গোষ্ঠী। গেলো বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতমের তালিকা’য় রেখেছেন, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম। রোববারের ঘটনা নাকি শেষবারের জন্য অভিনেতারে সাবধান করলেন তারা। এবার দেখার রাখির অনুরোধে আদৌ মনে গলে নাকি বিষ্ণোই গ্যাংয়ের!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com