বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে সংসদ ভেঙে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেয়ার আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেন, গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল (বুধবার) কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, দ্রুতই রাষ্ট্রের স্থিতাবস্থা ও আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র-জনতাকে কাজ করতে হবে।
https://www.kaabait.com