বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভোক্তার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
নিম্মমানের জুতা উচ্চমূল্যে বিক্রির দায়ে অভিযোগের ভিত্তিতে রুমা সু ষ্টোরকে ১০ হাজার, নিম্মমানের পন্য রাখার দায়ে রায়হান ষ্টোরকে ২ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে হোটেল আল- মদিনাকে ৩ হাজার, মানদন্ড অপরাধে হাবিবুর রহমান মুন্সীর মালিকানাধীন মৌসুমী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকারী অর্থায়নে নির্মিত রায়েন্দা বাজারের পূর্ব মাথার টলসেড দখল মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন,সরকারী নির্দেশনা মতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।