• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৩
সর্বশেষ :
ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অবৈ ধভাবে জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা তালায় তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ১০ দিনের কা রা দ ন্ড! আবারো পরিত্যক্ত অবস্থায় শ্যামনগরে ৩৮ পিচ দেশীয় অ স্ত্র উ দ্ধা র আশাশুনিতে জামায়াতে ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ আশাশুনির বুধহাটায় পুকুরে বি ষ দিয়ে মাছ নিধনের অ ভি যো গ শ্যামনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ… এমপি রশীদুজ্জামান

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন স্বাধীনতা প্রশ্নে বঙ্গবন্ধু আপসহীন নেতা ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, এদুটি বিষয় আলাদা করার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধুর আহবানে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি চুড়ান্ত বিজয় অর্জন করলেও বাঙালি জাতির মুক্তির পটভূমিতে রয়েছে বিপুল ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করে মুক্তির লক্ষ্যে এগিয়ে যায় এ জাতি। বাঙালি জাতি হিসেবে আমরা স্বাধীনতা লাভ করলে ও এর সাথে জড়িয়ে রয়েছে বিপুল আত্মত্যাগ, শহীদের স্মৃতি, স্বজন হারানোর আর্তনাদ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। যাদের আত্মত্যাগে অর্জিত এ স্বাধীনতা তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। পাক বাহিনীর বর্বরতা এ জাতিকে যেমন স্বাধীনতার লক্ষ থেকে পিছু হটাতে পারেনি তেমনি কোন প্রতিবন্ধকতায় ব্যাহত করতে পারেনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করেছে এবং শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন শেখ হাসিনা দেশকে গগন চুম্বি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও প্রভাষক লুৎফা ইসলাম। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা ও পৌরসভা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনছার, রোভার স্কাউট ও গার্লস গাইড কুচকাওয়াজ প্রদর্শন করে। এসময় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com