• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অবৈ ধভাবে জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা তালায় তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ১০ দিনের কা রা দ ন্ড! আবারো পরিত্যক্ত অবস্থায় শ্যামনগরে ৩৮ পিচ দেশীয় অ স্ত্র উ দ্ধা র আশাশুনিতে জামায়াতে ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ আশাশুনির বুধহাটায় পুকুরে বি ষ দিয়ে মাছ নিধনের অ ভি যো গ শ্যামনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩মার্চ (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-বয়ারসিংহ গ্রামের সুভাষ হাউলীর পুত্র দেবল হাউলী।

 

তিনি লিখিত অভিযোগে জানান, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের কার্তিক হাউলীর পুত্র বাবু রাম, বয়ারসিংহ গ্রামের মোংলা হাউলির পুত্র রামপদ, একই গ্রামের সদানন্দ হাউলীর পুত্র সুভাষ।

 

আটুলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া মৌজার ২২২ নং খতিয়ানে ৫৭৫ ও ৫৭৬ হাল দাগ ২৩০২ জমির পরিমান ১.৬৫ একর জমি রেজিষ্ট্রী পাওয়ার নামা মূলে মিজানুর রহমান কে ২০০৯ সালে দখল স্বত্ব বুঝে দেয়। সে অবধি মিজানুর রহমান ভোগদখল করে আসছে। বর্তমান তাকে দখল থেকে উচ্ছেদ করে পাওয়ার নামা অন্যায়ভাবে বাতিল করতে না পারে এবং অন্যায় ভাবে জোর পূর্বক ভোগদখল থেকে বঞ্চিত করতে না পারার প্রশাসনের সহায়তা চান। একই দাগ খতিয়ানে জমির পরিমান ২.৯৩ একর ও.৮০ একর মোট ৩.৭৩ একর জমি বয়ারসিংহ গ্রামের সুভাষ হাউলীর পুত্র দেবল হাউলী ও অনিল কৃষ্ণ মন্ডল এর পুত্র সঞ্জয় মন্ডল পৈত্রিক সূত্রে অংশিদার।

 

বয়ারসিংহ গ্রামের নৃপেন্দ্র হাউলীর পুত্র অশ্বিধর হাউলী তেজেন্দ্র নাথ হাউলীর পুত্র প্রষাদ হাউলী, প্রশান্ত হাউলী ও প্রদীপ হাউলী এবং মৃত কার্ত্তিক হাউলীর পুত্র বাবুরাম হাউলী, নির্মল হাউলী, দেবব্রত হাইলী দলবদ্ধ হয়ে উক্ত দেবল হাউলী ও সঞ্জয় মন্ডলের স্বত্ব দখলীয় ৩.৭৩ একর জমিতে দখলচ্যুত ও অধিকার থেকে জোর পূর্বক দখল করার অপচেষ্টা চলছে।

 

সোয়ালিয়া গ্রামের শহিদুল গাজীর পুত্র তৈয়েবুর রহমান বিষয়টি নিরসনের জন্য তাদেরকে ডেকেছিল। কিন্তু তারা না এসে তৈয়েবুরের রহমানের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে।

 

এ সময় জমির পাওয়ার নামা প্রাপ্ত মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তারা অন্যায়ভাবে জমি বা ঘের জবর দখল করতে না পারে সে দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com