শ্যামনগরে গত রবিবার স্কুল চলাকালীন সময়ে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ৫/৬জন সন্ত্রাসী প্রবেশ করে প্রধান শিক্ষককে মারপিট ও আসবাবপত্র ভাংচুর করার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মাধ্যমিক শিক্ষকরা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেছেন।
শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন,গত রবিবার কিবরিয়া নামের বহিস্কৃত এক স্কুল কর্মচারী কয়েকজন সন্ত্রাসী নিয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক আয়ুব আলীকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে ফুলাজখম করে এবং স্কুলের আসবাবপত্র ভাংচুর করে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ঐ সন্ত্রাসীদেরকে আটক না করলে আমরা শিক্ষকরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। মানববন্ধনে বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার মীনা হাবীব, উপজেলা বিএনপির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াত ইসলামির আমির শিক্ষক মাওলানা আব্দুর রহমান , প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাই,প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,প্রধান শিক্ষক নুরুল হক, প্রধান শিক্ষক আব্দুল করিম ,প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,প্রধান শিক্ষক নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লার সাথে কথা হলে তিনি বলেন শিক্ষকরা এজাহার দিয়েছেন মামলা হয়েছে শ্যামনগর থানার মামলা নাম্বার ৯ তারিখ ১১ /১১ /২০২৪ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।