শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে মামলায় শিকার
এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ৫০
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
শেয়ার করুন
ভাই হত্যার বিচার চাইতে গিয়ে মামলায় শিকার
সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় হয়রানির শিকার হয়েছেন এক যুবক। ভুক্তভোগী যুবক শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মৃত আব্দুল মাজেদ দফাদারের ছেলে সাইদুল ইসলাম।
৯ ডিসেম্বর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি সাংবাদিকদের জানান, বিগত সরকারের আওয়ামীলীগ নেতা সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার যোগসাজসে ২০১৮ সালের ২৮ জুলাই রাতে তার ভাই রেজাউল করিমকে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে একটি প্রেক্ষাপট তৈরী হওয়ায় তৎকালিন পুলিশ কর্মকর্তাসহ হত্যার সাথে জড়িত ৪৬জনের নাম উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করি।পরে আমার নামে সাতক্ষীরা সদর থানায় শহরের সুলতানপুর এলাকার আহম্মাদ গাজীর ছেলে নজরুল ইসলাম ওরফে নাজমুল গাজী একটি মানব পাচার মামলা দায়ের করেন মামলা নং ৯, তারিখ ৯/১১/২০২৪ মামলায় আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমি বাদির কাছে জানতে চাইলে সে আমাকে চেনেন না বলে জানায়। আমি একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। আমার ভাইএর হত্যার বিচার চাইতে গিয়ে এই মামলার শিকার হওয়ায় মামলা থেকে অব্যাহতি যেন পেতে পারি আপনাদের লেখনির মাধ্যমে।
সাইদুল ইসলাম তার ভাইয়ের হত্যা মামলার অন্যান্য আসামীরা যেন তাকে হয়রানি করতে না পারে এবং ভাই হত্যার সঠিক বিচার পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।