• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২২
সর্বশেষ :
দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যেমিক্যাল মিশানো ৭০ ক্যারেট আম জব্দ ডুমুরিয়ায় নিরাপদ সবজি চাষে কৃষকরা দেখছেন সম্ভাবনাময় ভবিষ্যৎ দেবহাটায় আওয়ামীলীগে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ইউপি সদস্যসহ ১ ছাত্রলীগনেতা আ ট ক ৭৮জন বাংলাদেশিকে কোস্টগার্ড’র কাছে হস্তান্তর করেছে বন বিভাগ দেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ ডুমুরিয়ার নিম্নআয়ের মানুষের জীবনে গরমের তীব্রতায় নেমেছে ভোগান্তি দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৫জনকে জ রি মা না দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৬ ও ১৭ মে সমাবেশ সফলে প্রস্তুতি সভা দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

শ্যামনগরে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে মরহুম আলহাজ্ব সাবিলুর রহমানের বড় পুত্র লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদী নিজ বাড়িতে ২শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা নারীদের পরিবারে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে।

 

২ মার্চ (রবিবার) সকাল ১০ টায় কিউএনএস একাডেমী লন্ডন এর আয়োজনে এবং লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদীর ঐকান্তিক প্রচেষ্টায় ২ শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা, রোজাদার ব্যক্তিদের/ পরিবারের প্রত্যেকের মধ্যে ১৫ কেজি চাল (মিনিকেট), ছোলা ২ কেজি, পেয়াজ ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি,
ইসপি পাউডার ড্রিংক (আম/কমলা) ২টি প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ২ কেজি, ডাল (মুসর) ১ কেজি, লবণ ১ কেজি প্যাকেজিং ও ডেলিভারিপ্যাকেজ হিসেবে বিতরণ করা হয়।

 

সাহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম সরোয়ার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

 

ভুক্তভোগীরা এ ধরনের সহায়তা পাওয়ায় কিউএনএস একাডেমী লন্ডন সংস্থা কে কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com