• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

শ্রীলঙ্কার জয় নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ওপেনার পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির সামনে বৃথা গেল আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবির জোড়া সেঞ্চুরির। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান নিশাঙ্কার ২১০ রানের অনবদ্য ইনিংসে ভর করে আফগানদের ৪২ রানে হারিয়েছে লঙ্কানরা। ওমরজাই অপরাজিত ১৪৯ ও নবি ১৩৬ রান করেও আফগানিস্তান হার রুখতে পারেননি। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ বলে ১৮২ রানের জুটি গড়েন শ্রীলঙ্কার দুই ওপেনার নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দো। ৮৮ বলে ৮৮ রান করে আউট হন ফার্নান্দো। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৭১ বলে ১২০ রান যোগ করেন নিশাঙ্কা। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি ডাবলে রূপ দেন ১৩৬ বল খেলা নিশাঙ্কা। লঙ্কানদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান নিশাঙ্কা। তার ডাবল সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ২০টি চার ও ৮টি ছক্কায় ১৩৯ বলে অপরাজিত ২১০ রান করেন নিশাঙ্কা। আফগানিস্তানের ফরিদ আহমেদ ২টি উইকেট নেন। ৩৮২ রানের জবাবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে ২২২ বলে ২৪২ রানের জুটি বেঁধে আফগানিস্তান বড় হারের লজ্জা থেকে বাঁচান ওমরজাই ও নবি। এই জুটিতে ওয়ানডেতে ওমরাজাই প্রথম ও নবি দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। এই দুই ব্যাটারের জোড়া শতকেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রান করতে সক্ষম হয় সফরকারী আফগানিস্তান। শ্রীলঙ্কার মাটিতে রান তাড়ায় যা সর্বোচ্চ। ওমরজাই-নবির জুটি ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এবং আফগানিস্তানের পক্ষে যেকোনো উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। তবে হেরে যাওয়া ম্যাচে এটি সর্বোচ্চ। ১৩০ বলে ১৩৬ রান করে সাজঘরে ফিরেন নবি। ১১৫ বলে অনবদ্য ১৪৯ রান করেন ওমরজাই। লঙ্কানদের পক্ষে প্রমোদ মধুশান ৪টি উইকেট নেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com