• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

সব ধরনের কাগজের ব্যাগ কি স্বাস্থ্যসম্মত ? ডাঃ মোঃ আব্দুল্লাহ ইউসুফ

নিজস্ব প্রতিনিধি / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
সব ধরনের কাগজের ব্যাগ কি স্বাস্থ্যসম্মত ?

গতকাল একটা সুপারশপ এ মাংসের কিমা কিনতে গিয়ে দেখছি একজন মুরগী কিনছেন। উনাকে সাধারণ মানের কাগজের প্যাকেট এ মুরগি দেওয়া হচ্ছে। ডাক্তার হিসেবে স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে হলো এটা কেন করছেন? চোখের দেখাতেই বুঝতে পারছিলাম এই কাগজের কণা মাংসে চলে যাবে। ওদিকে মাংসের কিমার জন্য ও নাকি একই ব্যবস্থা। কিমা তো ধোয়া যায়না পানিতে। বুঝতেই পারছেন আমার অবস্থা!

 

জানানো হলো অন্য কিছুতে (মানে পলিথিন) দেওয়া যাবেনা, এটাই নির্দেশ। ভালো কথা নতুন নির্দেশ। ভালো ভেবেই হয়তো করা হয়েছে। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়নের তো কিছু পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ দিতে হবে।

 

ঢাকার গুলশান এর একটা সুপারশপ এর দশা যদি এই হয়, তাহলে আমাদের দেশের আনাচে কানাচে কি হচ্ছে? ব্যবহৃত পত্রিকার কাগজ দিয়ে তৈরি প্যাকেট এও নিশ্চয় কাঁচা মাংস দেওয়া হচ্ছে। এতে বাচ্চারা সহ অনেকে পেটের পীড়ায় ভুগবে
আমরা হয়তো জানতে বা বুঝতে পারবোনা। আমাদের দেশে অনেক নিয়ম আছে, আইন আছে। অনেক ক্ষেত্রে বাস্তবায়ন নেই। আবার অনেক সময় যখন বাস্তবায়ন হয়, বাস্তবায়ন শুরুর আগে, এর জন্য পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ, জনসচেতনতা নেই, ফলে আইন এর সঠিক প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষ এর সুফল পায়না। আমি আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে একটু মনোযোগ দেবেন।

কারণ এই সুযোগে অনেক শপে নিম্নমানের কাগজের বা পাটের তৈরি ব্যাগ তৈরি করে উচ্চদাম (৬০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত) রেখে ব্যবসা করছেন, যেটা এই দুর্মূল্যের বাজারে সাধারণ মানুষের জন্য যথেষ্ট কষ্টসাধ্য।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com