• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫
সর্বশেষ :
তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় খামারী প্রশিক্ষণ তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ কালিগঞ্জে ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরবরাহ বেশি থাকায় কমেছে টমেটোর দাম আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের প্রদর্শণী বিষয়ক কর্মশালা সাংবাদিকদের জন্য সচেতনতা মূলক পোস্ট দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন ইলিয়াস কাঞ্চন

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি / ৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু, যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।

 

মানববন্ধনে বিভিন্ন পত্রিকা কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এর আগে গত বুধবার ১৮ ডিসেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক অফিসে ডেকে নিয়ে গালিগালাজ করার প্রেক্ষিতে ভুক্তভোগী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

 

এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, স্থানীয় পত্রিকা সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন সংগ্রহ করার নিমিত্তে সকাল ১২ টার সময় পৌছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজানসহ তার বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামের কপালে উপুর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সাংবাদিক আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত ফুলা জখম করে। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে নিগৃহীত করায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com