• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৯
সর্বশেষ :
সিদ্ধিরগঞ্জে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ শ্যামনগরে দিলীপ গং ও রঘুনাথের রোসানাল থেকে বাচতে দিনমজুরের মানববন্ধন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নতুন রাস্তা আঞ্চলিক অফিসে নেতা-কর্মিদের সাথে মতবিনিময় আশাশুনিতে পুলিশ সদস্যের বি’রু’দ্ধে দু’র্নী’তির অ’ভি’যোগ দেবহাটায় সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা চিংড়ি চাষে ভাগ্যবদল, ডুমুরিয়ার মারুফ এখন সফলতার রোল মডেল সাতক্ষীরার উপকূল গাবুরার মাঠে মেয়েদের স্বপ্নের জয়যাত্রা: ঘরের চার দেয়াল ভেঙে এক নীরব বিপ্লব শ্যামনগরে সড়ক ও জনপদের জায়গা অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ দায়সারা, পুনরায় বে-দখল নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উ’দ্ধার আজ থেকে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু

সাতক্ষীরায় রোগীদের খাদ্য পথ্য ব ঞ্চিত করতে উচ্চ মূল্য টেন্ডার পেতে নানামূখী ষ ড় যন্ত্র!

নিজস্ব প্রতিনিধি / ১০২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

সিন্ডিকেটে জিম্মি সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ এ প্রসংঙ্গে সরকারী সরবরাহকারী হাসপাতালে ভর্তিকৃত রোগী ও সংশ্লিষ্ট সিভিল সার্জন সহ দায়িত্বশীল ব্যক্তিদের প্রাপ্ত তথ্য, রোগীদের পথ্য সরবরাহের অনিয়ম দূর্নীতি ও নিন্ম মানের মালামাল সরবরাহের কোন অনিয়মের তথ্য পাওয়া যায়নি। পুরাতন দরে পথ্য সরবরাহ অব্যাহত থাকায় সরকার ও রোগীরা ১২৫ টাকায় দৈনিক বরাদ্দের টাকায় বর্তমান বাজার দর অনুযায়ী পূর্বের দরে মালামাল গ্রহন করায় পণ্যের পরিমাণ বেশি পাচ্ছেন। দরপত্র সিন্ডিকেট করে বাজার মূল্য বৃদ্ধি সহ ব্যক্তিগত লাভবান হওয়া থেকে বঞ্চিতরা কাল্পনিক তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরী করায় অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি স্বার্থনেষী চক্র।

 

একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দরপত্র সংক্রান্ত একটি মামলায় টেন্ডার কার্য্যক্রমের উপর বিজ্ঞ সাতক্ষীরা যুগ্ম জেলা জর্জ আদালতে মূল মামলা নিষ্পর্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। দেওয়ানী মামলা নং ২২/২০১৪। উক্ত মামলাটি বিজ্ঞ দায়রা জর্জ আদালতে বিচারাধীন থাকায় পূর্ব ঠিকাদার পূর্বের দরপত্র কমিটি কতৃক নির্ধারিত দরে পথ্য সরবরাহ অব্যাহত রয়েছে।

 

গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালে ১ নং ওয়ার্ডে ভর্তিকৃত রোগী কেসমত মোড়ল (৮০) পিতা মৃত. বুধুই মোড়ল বেড নং ০৩ জানান, সকালে ১ টি কলা, ১টি ডিম, ১টি পাউরুটি ও অনুমান ২৫ গ্রাম চিনি নাস্তা পেয়েছেন। দুপুরে অনুমান প্রায় ২০০ গ্রাম চাউলের ভাত, ১ পিছ রুই মাছ, আলু দিয়ে একটি তরকারী ও ডাউল পেয়েছেন। রাতের খাবার উল্লেখিত আকারে দেওয়া হয় বলে জানান তিনি।

 

১ নং ওয়ার্ডের আজমীর সরদার(২৪) বেড নং ১০, ওয়ার্ড নং ০২ ও মোঃ তফের আলী মোল্লা (৫০) বেড নং ০৯ সহ সকল ভর্তি রোগীরা জানান, তারা উক্ত প্রকারের পথ্য খাদ্য সরবরাহ পেয়েছেন। ২ নং ওয়ার্ডের ভর্তিকৃত রোগী রফিকুল ইসলাম মিস্ত্রি (৬৭) পিতা মৃত আলেক মিস্ত্রি বেড নং ১০ জানান, তিনি ৫ দিন ভর্তি আছেন তাকে কোন খাদ্য পথ্য দেওয়া হয়নি।  এ সংক্রান্ত  সরকারী বাবুচ্চি মোঃ রেজাউল  ইসলাম বাবু জানান, প্রতিদিন  ১০০ জনের খাদ্য পথ্য সরকারী ভাবে বরাদ্দ। কিন্তু অত্র হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকেন ১৬০-১৮০ জন।  খাবার পাবে ১০০ জন বাকীরা সরকারী বরাদ্দ না থাকায় তারা খাদ্য পায়না না খেয়ে থাকে।

 

মানিক মোড়ল (৯৬) ওয়ার্ড-২, বেড নং-০৮ জানান, তিনি ৪ দিন ভর্তি খাদ্য পাননি। তিনি দাবি করেন, ভর্তিকৃত সকল রোগীদের ঔষধ দেওয়া হয়, বালিশ বেড শীট দেওয়া হয় তাহলে তাদের খাদ্য দেওয়া না কেন। অনেক রোগী আছেন তাদের দেখার কেউ নেই তারা কিভাবে বেঁচে থাকবে। না খেয়ে কি চিকিৎসা গ্রহন করা সম্ভব ! সকল ভর্তিকৃত রোগীদের সরকারী খাদ্য সরবরাহের ব্যবস্থা গ্রহন এবং দৈনিক রোগী প্রতি ২৫০ টাকা  সরকারী ভাবে বরাদ্দ প্রদানের দাবি জানান।

 

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, রোগীদের দৈনিক খাদ্য তালিকা অনুযায়ী ঠিকাদারের নিকট থেকে মালামাল বুঝে নেওয়া হয়। রোগীদের নিন্ম মানের খাদ্য সরবরাহ বা পরিমানে কম নেওয়ার সুযোগ নেই।

 

সরবরাহকারী এস.এম নজরুল ইসলাম জানান, তিনি কতৃপক্ষের দৈনিক চাহিদা মোতাবেক সুনামের সাথে দীর্ঘদিন রোগীদের খাদ্য পথ্য, ধোলাই সরবরাহ করিয়া আসছেন। তার প্রতিপক্ষ একজন ঠিকাদার তিনি ঠিকাদারী কাজটি পাওয়ার জন্য তার ব্যক্তি স্বার্থে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার উদ্দেশ্য বর্তমান সরবরাহকারীর সুনাম ক্ষুন্ন করে কাজটি কিভাবে বাগিয়ে নেওয়া যায়। এধরনের অপপ্রচার রুখতে সাংবাদিক সহ সকল সচেতন জনগণের প্রতি দাবি জানান। অপপ্রচারে কান না দিয়ে দৈনিক মালামাল গ্রহণের সময় স্বচক্ষে খতিয়ে দেখার জন্য সকলের প্রতি আহব্বান জানিয়েছেন তিনি।

 

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম জানান. দৈনিক রোগীদের পথ্য খাদ্য তালিকা অনুযায়ী সম্পুর্ণ মালামাল গ্রহন করা হয়। পুরাতন দরপত্র অনুযায়ী মালামাল গ্রহন করা হয়। সরবরাহকারীর নিকট থেকে নিন্ম মানের বা পরিমাণে কম মাল গ্রহন করা হয়না। বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলাটি নিষ্পর্ত্তির পর পুনঃদরপত্র আহব্বান করা হবে।

##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com