• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩০
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

সানজিদার দল গোল করেও জয় পেল না

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ‘সাবিনা আপুর জন্য শুভকামনা, কিন্তু আমি চাই আমার দল জিতুক’- দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেছিলেন সানজিদা আক্তার। ইস্ট বেঙ্গলের বিপক্ষে কিকস্টার্ট এফসি জেতায় সানজিদার চাওয়া হলো না পূরণ! ইন্ডিয়ান উইমেন’স লিগে সোমবার নিজেদের মাঠে কিকস্টার্ট এফসির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে সানজিদার দল ইস্ট বেঙ্গল। যদিও দল হেরেছে, কিন্তু একটি চাওয়া অন্তত পূরণ হয়েছে সানজিদার। কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলের হয়ে গোলের খাতা খুলতে পেরেছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। নিজের দ্বিতীয় ম্যাচে এসে গোল পেলেন সানজিদা। ইস্ট বেঙ্গলের জার্সিতে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান উইমেন’স লিগে অভিষেক হয় তার। কিকস্টার্টের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন সানজিদা, কিন্তু তার দলের শুরুটা ভালো ছিল না মোটেও। দ্বিতীয় মিনিটে অরুনা বাগ এবং এরপর ৩১তম মিনিটে সোনিয়া মারাকের গোলে পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন সানজিদা। কিন্তু ৫৫তম মিনিটে কারিশমা শিরভোইকারের গোলে কিকস্টার্ট ফের ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে বদলি নামেন সাবিনা। বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড অবশ্য গোলের দেখা পাননি, তবে তার দল কিকস্টার্ট ওই ব্যবধান ধরে রেখেই জিতেছে। লিগে এ নিয়ে ছয় ম্যাচ হারল ইস্ট বেঙ্গল। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ওড়িশা এফসির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে তারা। ওড়িশা আবার এক ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গলের চেয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com