• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০
সর্বশেষ :
জমকালো আয়োজনে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেবহাটায় বিজয় মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা তালায় কিডনি রোগে আক্রান্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়! শ্যামনগরে পানির প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন দেবহাটায় অপ-প্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন চুকনগর বিএনপির কার্যালয় উদ্বোধন বিজয় মেলার মাঠ পরিদর্শনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার তালায় ভূমি অফিস স্থান্তরসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন পাইকগাছায় পাখি শিকারী আ ট কঃ জরি মা না শ্যামনগর রিডা প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভু ল অপারেশনে প্রসূতির মৃ ত্যু 

সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে, দাবি বনবিভাগের। আবারও বাঘের দেখা কচিখালী বন অফিসের সামনে

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ সুন্দরবনে বাঘ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাঘের দেখা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপারে। তবে সাম্প্রতিককালে বনের বিভিন্ন এলাকায় প্রায়-ই দেখা মিলছে এই রয়েল বেঙ্গল টাইগারের। কখনো পর্যটকরা আবার কখনো বনকর্মীরা দেখা পেয়েছেন এই বনের রাজাদের। কখনো একটি, ককনো জোড়ায় জোড়ায় আবার তিন-চারটিরও। বন অফিসের সামনে বনরক্ষীদের খুব কাছাকাছি চলে আসছে এই দুর্লভ প্রাণীটি।
গত মঙ্গলবার (৮ আগস্ট) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের।
বিশাল রয়েল বেঙ্গল টাইগারটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এসময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।
ভিডিওতে দেখা যায়, ব্যারাকের সামনেই ঘাড় বাঁকা করে দাঁড়িয়ে আছে বিশাল
এক বাঘ। বাঘটি লোকজনের টের পেয়ে কিছুক্ষণ পর হেলেদুলে বনের দিকে চলে যায়।
তবে বেশিক্ষণ অবস্থান করেটি বাঘটি। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ভিডিও ধারণকারী কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মো. মোস্তাক আহমেদ বলেন, সকালে ঘুম থেকে উঠে হঠাৎ বাইরে তাকাতেই চোখ ভড়কে যায়। ব্যারাকের সামনে বিশাল এক বাঘ হাজির। এসময় কৌতুহল ভরে দেখছিলাম আমিসহ আমার সহকর্মীরা। বাঘটি আমাদের থেকে মাত্র তিন থেকে চার ফুট দূরে ছিল। বাঘ দেখে গা ছম ছম করছিল সবার।
বনরক্ষী মোস্তাক বলেন, এতো কাছে থেকে বাঘ দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।
বিশালকায় বাঘটি যখন সামনে দাঁড়িয়ে ছিল তখন ভয়ে আমাদের সবার গায়ের
লোম দাঁড়িয়ে যায়। ভিডিও করতে গিয়ে হাত কাঁপছিল আমার। দেড় থেকে দুই
মিনিট পর আমাদের চোখে চোখ পড়তেই একটু দ্রুত পায়ে হেলেদুলে বনের দিকে
চলে যায় বাঘটি। পরে দূরে একটি মাটির ডিবির ওপর বেশ কিছুক্ষণ শুয়ে ছিল বাঘটি।
কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুর হোসেন
বৃহস্পতিবার (১০আগস্ট) বিকেলে বলেন, ধারণা করা হচ্ছে বাঘটি রাতে আমাদের
অফিসের নিচেই ছিল। সকালেই অফিসের সামনে চলে আসে। প্রায় মাসখানেক
ধরে অফিসের আশপাশে বাঘের আনাগোনা টের পাচ্ছি। আবার যে কোনো সময়
চলে আসতে পারে, তাই আমরা সতর্কতার সঙ্গে চলাচল করছি।
এর আগে গত ৩ ফেব্রæয়ারি (২০২৩) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা
রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ি অফিসের পুকুর পাড়ে দেখা মেলে জোড়া বাঘের।
একদিন-একরাত (প্রায় ২২ ঘন্টা) সেখানে অবস্থান করে বাঘ দুটি আবার বনে
ফিরে যায়। এছাড়া, গত বছরের ৩১ অক্টোবর পশ্চিম বনবিভাগের সজনেখালী রেঞ্জ অফিসের চোরাগাজীখালীর বনে চারটি বাঘ দেখতে পান পর্যটকরা। একই বছরের ১২ মার্চ শরণখোলা রেঞ্জের ছিটা কটকা এলাকায় পর্যটকরা চারটি বাঘের দেখা পান। এবং ২৪ ফেব্রুয়ারি কটকা এলাকায় তিনটি বাঘ দেখতে পান বনরক্ষীরা।
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সগকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব
হাসান বলেন, কচিখালী ফরেস্ট অফিসের বনরক্ষীরা বাঘ দেখতে পেয়েছেন শুনেছি। এক বনরক্ষীর মোবাইলে ধারণকৃত ভিডিও দেখেছি। ওই অফিসের সকল বনরক্ষীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এসিএফ বলেন, সুন্দরবনে বাঘ দেখাটা অস্বাভাবিক কিছু না। তবে ২০১৮ সালের
সর্বশেষ জরিপে বাঘের সংখা ছিল মাত্র ১১৪টি। তাতে সচরাচর বাঘের দেখা
পাওয়াটা দূরুহ। ২০২২ সালের শেষ দিক থেকে বাঘের প্রায়-ই বাঘের দেখা পাওয়ার
খবর শোনা যাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা
বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে বলা যায়, বনবিভাগের কঠোর নজরদারিতে চোরা
শিকারীদের দৌরাত্ম্য অনেকটা কমেছে। তাই স্বাভাবিক মৃত্যু ছাড়া বাঘ শিকার
হচ্ছে না বলইে চলে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com