• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ সিনেমায় চমক নিয়ে আসছে

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে পদাতিক। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। চলচ্চিত্রটিতে মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এ ছবিতে সত্যজিতের চরিত্রে থাকছেন জিতু কমল। তবে এই সিনেমার চেয়ে বেশি আলোচিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের। জানা গেছে, সিনেমাটির মাধ্যমে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, তা-ও আবার ডাবিংয়ের কাজে।প্রথাগত ডাবিং না করে পদাতিকে সৃজিত ব্যবহার করছেন এআই টুল। ওই টুলে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। কয়েকদিন আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। এবার সত্যজিতের গলা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন সৃজিত। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। এতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন তারা। প্রসঙ্গত, পদাতিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে স¤্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com