• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সর্বশেষ :
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটায় ধান চাউল সংগ্রহের উদ্বোধন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নকিপুর বাজার পরিদর্শন  তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আ ট ক

সেরা পাঁচ ইনিংস বিপিএলে

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: কুড়ি ওভারের সংস্করণে আড়াইশ চাপিয়ে তিনশ ঊর্ধ্ব রানের ঘটনা আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৩৯ রান। ষষ্ঠ আসরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহ করে। অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর সেঞ্চুরিতে ইতিহাস গড়ে রংপুর। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। কখনোবা ছোঁয়ার জন্যও। চার সংস্করণ পেরিয়ে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি স্পর্শ হয়েছে এবার। দশম আসরের ২৯তম ম্যাচটি আরেকবার পুরোনোকে সামনে আনল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল মঙ্গলবার তিন উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উইল জ্যাকস-লিটন দাস এবং মঈন আলীর তাÐবে বিশাল সংগ্রহ পায় দল। আর ফলাফলও তাদেরই পক্ষে যায়। সময়-প্রেক্ষাপট ভিন্ন। যদিও মাঠ এবং প্রতিপক্ষ অভিন্ন। নামের তারতম্য থাকলেও বন্দরনগরীর দল দুবারই লজ্জার সাক্ষী। গতবার চট্টগ্রামের দলের বিপক্ষে রংপুর রাইডার্স ৭২ রান জিতেছিল এবার ৭৩ রানে জিতলো কুমিল্লা। বিপিএলে যুগ্মভাবে এই দুই দল সর্বোচ্চ রান স্কোরার। দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সপ্তম সংস্করণে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে ২৩৮ রান তুলেছিল দলটি। তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ ফরচুন বরিশালের। ২০২৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ২৩৮ রান করেছিল বরিশালের দল। জয় পেয়েছিল ৬৭ রানে। চতুর্থ সংগ্রহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ২০২৯ সালে খুলনা টাইটান্সের বিপক্ষে ২৩৭ রান তুলেছিল তারা। জিতেছিল ৮০ রানে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com