• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৪৮
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

স্কটল্যান্ড ক্রিকেট নারী বিদ্বেষী, ৩৫ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ!

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: ক্রিকেট স্কটল্যান্ড বেশ বিপাকেই পড়েছে। একটি স্বাধীন প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী, স্কটল্যান্ড ক্রিকেটের সংস্কৃতিতে নারী বা মেয়েদের ছোট করে, যৌনতার প্রেক্ষিতে ও বৈষম্যের ভিত্তিতে দেখা হয়। ‘দ্য ম্যাকিনি’ প্রকাশিত এই রিপোর্টটি ৩৫ পৃষ্ঠার। যেখানে প্রায় ৪৪৮ টি আলাদা ঘটনা বা উদাহরণ তুলে ধরা হয়েছে। এর আগে ‘চেঞ্জিং দ্য বাউন্ডারিজ’ শিরোনামে ২০২২ সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে স্কটল্যান্ড ক্রিকেটের বৈষম্যের কথা আলাদা করে তুলে ধরা হয়েছিল। সেই রিপোর্ট প্রকাশের প্রায় ২ বছর পর আরেকটি রিপোর্ট প্রকাশিত হলো। প্রায় একই ধরনের অভিযোগ ও সন্দেহ নিয়ে। দ্য ম্যাকিনি রিপোর্ট, যারা একটি স্বাধীন হিউম্যান রিসোর্স প্রতিষ্ঠান। তাঁরা খুঁজে পেয়েছে স্কটল্যান্ড ক্রিকেটের পরিবেশ মোটেও নারী খেলোয়াড় ও কর্মকর্তা-সুলভ না। বিশেষ করে ক্লাব ক্রিকেটে নারীদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে প্রতিনিয়ত। রিপোর্টে ৯ টি সুপারিশের কথা উল্লেখ পাওয়া যায়। যেখানে সাধারণ আচার ব্যবহার, লিঙ্গবাদ, নারী বিদ্বেষ- এই বিষয়গুলোকে মূল হিসেবে তুলে ধরা হয়েছে। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রæডি লিন্ডবেøড জানান, “এটা একদমই মেনে নেওয়ার মতো না। আমি আমার হৃদয় দিয়ে ক্ষমা প্রার্থনা করছি প্রতিটি আলাদা মানুষের প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠান কর্তৃক হতাশ হয়েছেন।” প্রধান নির্বাহী আরও বলেছেন, এই রিপোর্ট দেখিয়েছে, স্কটল্যান্ডের ক্রিকেটে আরো কত কাজ করার আছে। পাশাপাশি নারী ও মেয়েদের ব্যাপারে একটি নিরাপদ পরিবেশ তৈরি করার জায়গা রয়েছে। তিনি এটি নিশ্চিত করতে চান, স্কটল্যান্ডের ক্রিকেটে কোনো নারী বৈষম্য-সহ, যেকোনো ধরনের বৈষম্য থাকবে না। আগামী দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকার আহŸান জানিয়েছেন লিন্ডবেøড।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com