• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

স্বামীকে হত্যার চেষ্টা বৃদ্ধার ৬০ বছর আগের প্রেমিকার পোস্টকার্ড পেয়ে

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ৭১ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর স্বামীর সঙ্গে ৬০ বছর আগে এক নারীর সম্পর্ক ছিল। সেই নারীর দেওয়া একটি পোস্টকার্ড হাতে পেয়ে এই ঘটনা ঘটান তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে জানান, তাঁর স্ত্রী তাঁকে হত্যা করার চেষ্টা করেছেন। এরপর পুলিশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে বার্থা ইয়াল্টারকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। সে সময় তাঁর শরীরে গুরুতর বেশ কয়েকটি ক্ষত দেখা যায়, যা থেকে রক্ত পড়ছিল। কামড় দেওয়ার কারণে এই ক্ষতের সৃষ্টি হয়েছে। উত্তর মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ইয়াল্টার ও তাঁর স্বামী প্রায় ৫২ বছর ধরে সংসার করছেন। ভুক্তভোগী স্বামীর মতে, ষাটের দশকে তাঁদের বিয়ে হওয়ার আগে এক নারী তাঁকে একটি পোস্টকার্ড দিয়েছিলেন। এত বছর পর সেই পোস্টকার্ডটি তাঁর স্ত্রী দেখতে পেয়ে ভীষণ রেগে যান। এরপর তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, ফোনে ধারণ করা কিছু আক্রণের ভিডিও পাওয়া গেছে। তা দেখে ধারণা করা হচ্ছে অভিযোগটি সত্য। আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইয়াল্টার স্বামিকে আক্রমণের কথা স্বীকারও করেছেন। এনডিটিভি বলেছে, ৭১ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে খুনের চেষ্টাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তাঁকে তাঁর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাঁর আইনজীবী এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com