• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩
সর্বশেষ :
নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন  বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বাদশা মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১  কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মানববন্ধন এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

হাতুরাসিংহে মাহমুদ উল্লাহর প্রশংসায়

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: ওয়ানডে দলের পর চন্দিকা হাতুরাসিংহের টি-টোয়েন্টি দলেও প্রত্যাবর্তন হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলের ৫৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন মাহমুদ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ মেলেনি এই ডানহাতি ব্যাটারের। আজ শনিবার শেষ টি-টোয়েন্টি, তার আগে গতকাল শুক্রবার পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন, মাহমুদ এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছেন। হাতুরাসিংহে বলেন, ‘সে অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছেৃ। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন বিশ্বকাপে (ওয়ানডে) দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছিল। এখন খুব সুন্দর খেলছে।’ মাহমুদের মতো ফিনিশারের ভ‚মিকায় এই সিরিজে সুযোগ পাওয়া জাকের আলী অনিককে দেখেও মুগ্ধ হাতুরাসিংহে। এবারের বিপিএলের আগে জাকেরের খেলা খুব বেশি দেখেননি জানিয়ে বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি। ফিনিশার হিসেবে যে গুণটা সবচেয়ে বেশি দরকার, তা আছে জাকেরের, সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ, ছয়, সাতে ব্যাট করবেন। কারণ বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com