• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০২
সর্বশেষ :
মণিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় মোবাইল কোর্ট করে চিংড়ি মাছ বিনষ্ট ভোট হলে আমরা বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ– হাবিবুল ইসলাম হাবিব দেবহাটায় জেলা প্রশাসকের মেধাবী ও দুঃস্থদের সাইকেল ও সেলাই মেশিন প্রদান তালায় ব্রাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর ভেটেরিনারি হাসপাতালে মো. সায়মুন হোসেনের যোগদান সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের তারুণ্যের উৎসব আয়োজন সমাপ্ত বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- সাবেক এমপি হাবিব তারুণ্যের উৎসব উপলক্ষে তালায় পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া

৪০ জনের নামে সার্টিফিকেট মামলা; খেলাপীদের খপ্পরে দেউলিয়া হবার পথে মোরেলগঞ্জ বিআরডিবি

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) অফিসটি ঋণ খেলাপীদের খপ্পরে পড়ে দেউলিয়া হবার উপক্রম হয়েছে। খেলাপী সদস্য ও অফিসের কয়েকজন কর্মচারির মামলার কারনে প্রায় আড়াই কোটি টাকা বেহাত হয়ে আছে। এই টাকার মধ্যে সোনালী ব্যাংকের ৬১ লাখ টাকা থাকায় ব্যাংকটি বিআরডিবি’র ৪ কোটি টাকার স্থায়ী আমানতের তহবিল আটকে দিয়েছে। এতে অর্থ সংকট ও সুবিধাভোগীদের আস্থাহীনতায় পড়েছে বিআরডিবি। টাকা আদায়ের জন্য ৪০ জন খেলাপী সদস্যের নামে সার্টিফিকেট মামলা দায়ের করলেও এ মামলার কোন অগ্রগতি নেই বলে জানান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামছুর রহমান ।

সূত্রমতে, ১৯৭২ সালে মোরেলগঞ্জে বিআরডিবি’র কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ৮-১০ টি প্রকল্পের আওতায় চলতে থাকে কার্যক্রম। ১৮৭টি সমিতির ৪ হাজার ৫৬০ জন সদস্যদের নিকট ৩ কোটি ৮৭ হাজার টাকা লোন বিতরণ করা হয়। এর মধ্যে খেলাপি সদসস্যের নিকট ২ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা অনাদায়ি রয়েছে। এ টাকার মধ্যে সোনালী ব্যাংকের ৬১ লাখ টাকা থাকায় ব্যাংকটি নিরাপত্তাজনিত কারনে ২০১৭ সাল থেকে বিআরডিবির ৪ কোটি টাকার স্থায়ী আমানতের তহবীল আটকে দিয়েছে।

অপরদিকে, চাকুরির বয়স ৬৫ বছর করাসহ বিভিন্ন দাবিতে অফিসের ৫ জন কর্মচারি জজকোর্ট ও হাইকোর্টে ১১টি মামলা দায়ের করেছেন। ওই কর্মচারিরা তাদের আওতাভূক্ত সমিতিগুলোর টাকা আদায়ের তথ্য অফিসে জমা না দেওয়ায় আরও প্রায় ১ কোটি টাকা অফিস ফান্ডে ফিরিয়ে আনা যাচ্ছেনা।

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামছুর রহমান বলেন, বিআরডিবিকে স্বাভাবিক গতিতে ফেরাতে ইতোমধ্যে ৪০জন খেলাপীর নামে মামলা দেওয়া হয়েছে। তাদের নিকট থেকে ঋনের টাকা আদায়, অফিসে জনবল নিয়োগ ও অফিসের কর্মচারিদের দায়ের করা মামলার ফয়সালা না হলে বিভিন্ন প্রকল্পের প্রায় ৬ কোটি টাকা মাঠে রেখে যে কোন সময় বিআরডিবি’র কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, কয়েকজন কর্মকর্তার পদ শুণ্য থাকায় বিআরডিবি’র সার্টিফিকেট মামলার কার্যক্রম সাময়িক স্থগিত রয়েছে। শীঘ্রই মামলার কার্যক্রম শুরু করে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com