• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৬
সর্বশেষ :
সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায়

আবুল কাশেম নেতৃত্বে খর্নিয়া ইউনিয়ন বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় খর্নিয়া ইউনিয়নের টিপনা আঙ্গাদহ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপি নেতারা।

 

বুধবার (০১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় খর্নিয়ার বিভিন্ন পূজা মণ্ডব ঘুরে দেখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বার বার ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম এ সময় তিনি পূজার আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা খর্নিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,সাবেক বিএনপি সিনিয়র নেতা মোঃ বশির জোয়ারদার, বিএনপির সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এফ এম,রফিকুল ইসলাম, খর্নিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ শেখ আশ্বাস হোসেন, হাফিজ বিশ্বাস, কাররুল ইসলাম সরদার, নিছার আলী,সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ূন কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়ারী সুলতানা, শেখ সাদ্দাম হোসেন, শেখ আতাউর রহমান, খোরশেদ আলম, শফিকুল ইসলাম সরদার, রোকন শেখ, রফিক মীর, আব্দুল কুদ্দুস, শেখ আলমগীর হোসেন, ফরহাদ হোসেন, শেখ শফিকুল ইসলাম, রবিউল ইসলাম শেখ, আমিনুর রহমান সরদার, শেখ তৈয়বুর রহমান, খান মাসুদ, কবির উদ্দিন,‌ রেজাউল গাজী, প্রমুখ।

 

পূজা মণ্ডপ পরিদর্শনকালে মোল্লা আবুল কাশেম বলেন,
“বাংলাদেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ ধরনের উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে।”

 

তিনি আরও জানান, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে পৌঁছে দিতে কাজ করছে।

 

এ উপলক্ষে নেতাকর্মীরা উপস্থিত জনতার মাঝে লিফলেট বিতরণ করেন।তিনি আরো বলেন, “৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি সাধারণ মানুষের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার।ও‌
মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন।।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com