• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:২৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের যৌথ অভিযান: নেট-পাটা ও জাল উচ্ছেদে কঠোর পদক্ষেপ কাদা-পানিতে চলাচলে ভোগান্তি, বিদ্যালয়ে যাওয়া কষ্টসাধ্য দেবহাটায় অসহায় গৃহহীনদেরকে ইউএনওর টিন ও চেক বিতরন দেবহাটায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে অচল জনজীবন, নিম্নাঞ্চল প্লাবিত কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর নগর পর্যায়ে জলবায়ু অভিবাসিদের সাথে কমিউনিটি পরামর্শ সভা ডুমুরিয়ায় ১৬জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ডেইলি অবজারভার পত্রিকার তেরখাদা উপজেলা প্রতিনিধির ইন্তেকাল পাটকেলঘাটা প্রেসক্লাবে প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্মবার্ষিকী পালিত গোপালগঞ্জে এনসিপির ওপর হা ম লাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি মির্জা ফখরুলের

আশাশুনিতে পুলিশ ও ডিবির অভিযানে ১০ আসামী আটক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ নিয়মিত মামলার সর্বমোট ১০ আসামীকে আট করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই ইমরান হোসেন, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই আঃ সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামী বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলাম।
নিয়মিত মামলা নং-৪(৫)২৪ এর আসামী তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ সবুর গাজী (৪৯)। নিয়মিত মামলা নং-১০(৫)২৪ এর আসামী মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার (৪৭), নিয়মিত মামলা নং-১৫(৫)২৪। ১৬(৫)২৪, ১৭(৫)২৪ এর আসামী পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার (৫৫), খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে মোঃ অদুত সানা (৪৫), নিয়মিত মামলা নং-২১(৫)২৪ এর আসামী কালিকাপুর গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩২), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আছাফুর গাজী (২৮), মোঃ শামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী (৫৮), নিয়মিত মামলা নং-২২(৫)২৪ এর আসামী কচুয়া গ্রামের মোঃ মাছুম সরদারের ছেলে মোঃ ছট্টু সরদার (২৮) ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করেন।
নিয়মিত মামলা নং-২৩(৫)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com