আশাশুনিতে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ ট্রেনিং এর শুভ উদ্বোধন করা হয়।
আশাশুনি সরকারি কলেজের আয়োজনে ২১বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট খুলনা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং এর শুভ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।
কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মেজর মোঃ এসহাক আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানে প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক আঃ মালেক, প্রভাষক পেয়ারা পারভিন, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক মহসিন আলী, প্রভাষক পবিত্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
১০০ ক্যাডেটের অংশ গ্রহনে কলেজ হল রুমে ও কলেজ মাঠে পৃথক পৃথক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন এবং মেডিকেল টিম, অগ্নি নির্বাপক টিম ও উদ্ধার টিম সদস্যবৃন্দ।
https://www.kaabait.com