• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৪
সর্বশেষ :
সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত সাতক্ষীরায় মেয়েদের খেলার জাদুতে জেগে উঠছে নতুন সমাজচেতনা কালিগঞ্জে ধানের শীষের সমাবেশে জনতার ঢল নগরঘাটায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ শ্যামনগরে দিলীপ গং ও রঘুনাথের রোসানাল থেকে বাচতে দিনমজুরের মানববন্ধন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নতুন রাস্তা আঞ্চলিক অফিসে নেতা-কর্মিদের সাথে মতবিনিময় আশাশুনিতে পুলিশ সদস্যের বি’রু’দ্ধে দু’র্নী’তির অ’ভি’যোগ দেবহাটায় সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

আশাশুনিতে মা ম লা, হাম লা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ মে, ২০২৫

আশাশুনিতে মৎস্য ঘের নিয়ে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক মৎস্য ব্যবসায়ী।
রবিবার সকাল ১০টায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের গণেশ চন্দ্র মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মাড়িয়ালা মৌজার নাকতাড়া বিলে পৈত্রিক (বিল পরিচালনা কমিটির এওয়াজ মূলে) ৮৮ শতক জমিতে আমি চিংড়ি চাষ করে আসছি। পাশাপাশি ঘের হওয়ায় নাকতাড়া গ্রামের বিমল সরকারের ছেলে মামলাবাজ মনোরঞ্জন সরকার আমাকে সেখান থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে।

 

ইতিপূর্বে গত ১২ ফেব্রুয়ারি মনোরঞ্জন কিছু লাঠিয়াল নিয়ে আমার মৎস্য ঘেরের বাসা ভাংচুর করে আগুনে পুড়িয়ে দিয়েছিল। আমি থানায় অভিযোগ দায়ের করলে সে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলে তখন আমি আর আদালতে যাইনি। কিন্তু ঘটনার কয়েকদিন পর থেকে সে পূণরায় আমাকে মারধরের হুমকি দিলে গত ১১ মার্চ আমি তার বিরুদ্ধে ৪১৮ নং একটি সাধারণ ডায়রি করি। এতেও সে নিবৃত না হয়ে বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে ১৪৫ ধারায় অভিযোগ করলে তদন্ত পূর্বক বিজ্ঞ আদালতে তা খারিজ হয়ে যায়। এরপর পেনাল কোড ১৮৮ ধারায় রিট পিটিশন করলে বিজ্ঞ আদালত আশাশুনি থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তাও মনোরঞ্জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। আইনানুগ কোন ক্ষতি করতে না পেরে মনোরঞ্জন গত ২৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় লাঠিয়াল বাহিনী নিয়ে আমার মৎস্য ঘেরের বাসায় আমাকে একা পেয়ে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। আমি কোন রকমে সেখান থেকে বেঁচে যাই। কিন্তু হামলাকারী মনোরঞ্জন এ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজের স্ত্রী কে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অহেতুক ভর্তি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের নিত্যনতুন ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের পৈত্রিক সম্পত্তিতে মৎস্য ঘের করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাই বিষয়টি আমলে নিয়ে এই মামলাবাজ মনোরঞ্জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com