• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪০
সর্বশেষ :
শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না-খুলনা জেলা প্রশাসক মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক

আশাশুনির বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৭২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মন্টু। সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক উপজেলা আহবায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, কৃষক দল সদস্য সচিব আঃ কাদের, যুবদল যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, শফিউল আলম সুজন, সরদার রুহুল আমিন, তরুন দল আহবায়ক ইব্রাহিম, জাসাস আহবায়ক আসাদুজ্জামান, বড়দল ইউনিয়ন যুবদল আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব হাসান মোল্যা।

 

উপজেলা নির্বাচন কমিশনার আঃ আলিম ও রবিউল আওয়াল ছোটর উপস্থিতিতে নির্বাচন কমিশন প্রধান শেখ আঃ রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে আজহারুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৯০ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটার ভোট প্রদান করেন। যার মধ্যে ২৩৩ ভোট পেয়ে আবু হুরায়রা মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রবিউল ইসলাম ৪৬ ভোট ও কামরুল ইসলাম ১০ ভোট পেয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com