• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭

ইন্দুরকানীতে ১১ বছর ও সাড়ে তিন বছরের সাজা প্রাপ্ত দুই পালতক আসামী আটক

প্রতিনিধি: / ৫৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ ইন্দুরকানীতে ইন্দুরকানীতে সাজা প্রাপ্ত দুই জন পালতক আসামী
আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ, পিরোজপুরের পুলিশ সুপার
জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম,পিপিএম মহোদয়ের দিক
নির্দেশনায় ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ
কামরুজ্জামান তালুকদার এর সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তির
মাধ্যমে আসামীদের রাজধানী ঢাকার মুগদা ও বাড্ডা এলাকা থেকে
গ্রেপকার করে নিয়ে আসা হয়।
ইন্দুরকানী থানা সুত্রে জানাযায় উপজেলার টগড়া গ্রামের মৃত
সেকান্দার আলীর ছেলে ১১ (এগার) বৎসরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত
পলাতক আসামী মোঃ কামাল হোসেন (৫০), ডিএমপি ঢাকার
খিলগাওঁ থানার মামলা নং- ১০ (৬)২০০১ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
২০০১ সালে মামলায় গ্রেফতার হয় এবং পরে আদালত হইতে জামিন
হওয়ার পর দির্ঘ ১১ বছর পলাতক ছিল। পরবর্তিতে ২০১৪ সালে
মামলাটির বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
আদালত ঢাকা ১১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দীর্ঘদিন
পলাতক থাকার পরে আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে আসামীর
নিকটতম আতœীয় স্বজনদের খোজ খবর নিয়া আসামীর মোবাইল
নাম্বার সংগ্রহ প‚র্বক তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান
নির্নয় প‚র্বক আসামীকে গত ১৫/ফেব্রæয়ারি বিকালে ঢাকার
দক্ষিন মুুগধা এলাকায় অভিযান করিয়া ইন্দুরকানী থানা কর্মরত
এস আই (নিঃ) মোঃ মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স
এর সহায়তায় গ্রেফতার করেন।

অপর এক মামলায় উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মোঃ দেলোয়ার
হোসেন শেখের ছেলে মোঃ কাওছার শেখ (৩০),ইন্দুরকানী থানার
জিআর মামলা নং- ২৫/১৬ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
১৯(১)টেবিল ৯(ক)/২৫ ধারায় তিন বৎসর ছয় মাস সশ্রম কারাদন্ড
প্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। উলেখ্য ২০১৬ সালে
মামলায় গ্রেফতার হয় পরে বিজ্ঞ আদালত হইতে জামিন প্রাপ্ত হওয়ার
পর পলাতক ছিল। পরবর্ততীতে ২০১৮ সালে মামলাটির বিচার শেষে বিজ্ঞ
যুগ্ম দায়রা জজ ১ম আদালত পিরোজপুর তিন বছর ছয় মাস সশ্রম
কারাদন্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পরে আসামীকে
গ্রেফতারের উদ্দেশ্যে আসামীর নিকটতম আতœীয় স্বজন খোজ খবর
নিয়া আসামীর মোবাইল নাম্বার সংগ্রহ প‚র্বক তথ্য প্রযুক্তির
মাধ্যমে আসামীর অবস্থান নির্নয় প‚র্বক গত ১৫ফেব্রæয়ারি
বিকালে আসামীকে তাহার ভাড়াটিয়া বাসা উত্তর বাড্ডা ঢাকা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইন্দুরকানী থানা, পিরোজপুর
কর্মরত এএস আই (নিঃ) মোঃ মনসুর আলম সংগীয় অফিসার ও
ফোর্স এর সহায়তায় গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে
আসেন। ১৬ ফেব্রæয়ারি সকালে আসামীদের পিরোজপুর অদালতে
পাঠান হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com