• শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫২
সর্বশেষ :
আশাশুনিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ  দেবহাটায় গাজাসহ আ’সা’মী আটক, থানায় মা’ম’লা প্রায় ২৫০কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন হয়েছে ডুমুরিয়ায় ধুলিহরে আবারও খাবারে চেতনানা’শ’ক মিশিয়ে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চু’রি সাতক্ষীরার শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কোস্ট গার্ড নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত মাকে হ’ত্যা’র অ’ভি’যো’গে পিতার বি’রু’দ্ধে দুই মেয়ের সংবাদ স’ম্মে’ল’ন তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের ম’র’দে’হ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা ও বাঙালি নদীর পানি আবার বৃদ্ধি

বগুড়া প্রতিনিধি / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
যমুনা ও বাঙালি নদীর পানি আবার বৃদ্ধি

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা ও বাঙালি নদী। গত কয়েকদিনের সাগরের লঘু চাপ আর ভারী বর্ষণের হওয়ায় গত কয়েকদিন ধরেই পানি বাড়তে শুরু করেছে। গত ৩৩ ঘণ্টায় বাঙালিতে ১ দশমিক ১১ মিটার ও যমুনায় ৬১ সেন্টিমিটার পানি বেড়েছে। যমুনায় জেগে ওঠা চরগুলো আবারও ডুবতে শুরু করেছে। নিমজ্জিত হচ্ছে সদ্য রোপণ করা স্থানীয় জাতের গাইঞ্জা ধান।

 

হুমকিতে রয়েছে আগাম রোপণ করা মরিচ ও মাসকলাই ও মিষ্টি কুমড়াসহ শীতকালীন শাকসবজি। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে উপজেলার যমুনা ও বাঙালি নদীতে পানি বাড়ছে।

 

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর থেকে যমুনার পানি বাড়তে শুরু করেছে। ৯ সেন্টিমিটার পানি বেড়ে সেদিন পানির উচ্চতা হয় ১২ দশমিক ৪১ মিটার। তার পরদিন ৩৭ সেন্টিমিটার পানি বেড়ে উচ্চতা হয় ১২ দশমিক ৭৮ মিটার। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকল থেকে বেলা ১২ টা পর্যন্ত পানি সর্বোচ্চ ৬১ সেন্টিমিটার বেড়ে উচ্চতা হয় ১৩ দশমিক ৩৯ মিটার। তবে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার। তাই পানি এখনও বিপৎসীমার ২ দশমিক ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনার সাথে বাঙালি নদীর পানিও বাড়ছে। নিচু জমির মরিচগাছ, মাসকলাই ও শাকসবজির জমি পানিতে আক্রান্ত হওয়া শুরু করেছে। তবে গত কয়েক দিন আগে যমুনায় জেগে ওঠা বিভিন্ন ডুবোচরগুলো আবারও পানিতে ডুবতে শুরু করেছে।

 

উপজেলার চালুয়াবাড়ী, সদরের আংশিক, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের আংশিক নিচু জমিতে পানি উঠতে শুরু করেছে। উপজেলা সদর ইউনিয়নের নিজতিতপরল গ্রামের ফকির মিয়া বলেন, যমুনা নদীর জেগে ওঠা চরের পলি মাটিতে গত কয়েকদিন আগে থেকে গাইঞ্জা ধান রোপণ করা হয়। ধানগাছগুলো সবুজ হয়ে উঠেছিল। কিন্তু যমুনার পানি বেড়ে বেশকিছু জমির ধান তলিয়ে গেছে। আমার জমির আশেপাশের বেশকিছু মরিচ এবং মাসকলাই জমিতেও পানি উঠতে শুরু করেছে।

 

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক সাংবাদিকদের জানান, উজানের ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে যমুনা ও বাঙালি নদীর পানি বাড়ছে, যা বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। তবে এ যাত্রায় পানি বিপৎসীমা অতিক্রম করবে কিনা তা এখনও জানা যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com