• শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা ডিবির অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ ২ জন গ্রেফতার আশাশুনির শিশু আলভী ৪ দিন নিখোঁজ সাতক্ষীরায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট দেবহাটায় বিধবা ও প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীর থানা পুলিশের অভিযানে ৩জন গ্রেফতার

উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানে শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, তালার উন্নয়নে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

 

উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাস-এর পরিচালক শেখ ইমান আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান । উন্নয়ন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণ-এর দিলীপ সানা।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক আবু হাসান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ।

 

এছাড়া উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুখ জোয়ার্দার, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ সাংবাদিক বাবলু রহমান, মোতাহিরুল হক শাহিন, মিজানুর রহমান এবং তালা উন্নয়ন কমিটির সদস্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com