• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪
সর্বশেষ :
খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ পাটকেলঘাটায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক ডুমুরিয়ায় ইট ভাটার মালিককে অবৈধ ভাবে নদীর মাটি কর্তণ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল

কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়ে এসেছি- সাবেক সাংসদ এ্যাড. আরলী 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সিনিয়র একজন মানুষ, বড় মাপের একজন মানুষ, জনসেবায় যার লক্ষ। শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ভাবেও যার পদচারণা রয়েছে। সেই প্রিয় নেতা কাজী সালিমুল হক কামাল ভাইয়ের মায়ের নামে কলেজে আমাকে সভাপতি বানিয়েছেন।

 

আমি চেষ্টা করবো যতটা আধুনিক করা যায়, একটা প্রতিষ্ঠানকে যতটা উন্নতি করা যায়, কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি- কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী সাধারণ সভায় এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে বা বিভিন্ন ভার্সিটিতে বেশি চান্স পায় এই এলাকার ছেলে মেয়ে। অন্যান্য অঞ্চল থেকে আমাদের এলাকার ছেলে মেয়ে অত্যান্ত মেধাবী। আমি যখন আমিনুর রহমান কলেজে ছিলাম তখনো দেখেছি এদের কতটা মেধা।

 

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর উপস্থাপনায় নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আলোচনা সভায় বক্তব্য দেন- শিক্ষক প্রতিনিধি  সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ শাহিনুল ইসলাম, সেলিনা আখতার আলম, ম্যানিজিং কমিটির সদস্য ওলিয়ার রহমান, এ্যাড. আনোয়ার জাহিদ, সহকারী অধ্যাপক আরিফুজ্জামান রিংকু ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com