• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:১৯
সর্বশেষ :
খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ পাটকেলঘাটায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক ডুমুরিয়ায় ইট ভাটার মালিককে অবৈধ ভাবে নদীর মাটি কর্তণ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল

কালিগঞ্জে ঘর ভাং’চু’র করে জমি দ’খ’ল

সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধরার দুপুরে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে গত ২০ সেপ্টেম্বর এঘটনা ঘটে।

 

ভক্তভোগী গোবিন্দপুর গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে মোহিউদ্দীন তরফদার (৬২) তাঁর পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।

 

অভিযুক্তরা হলেন, উপজেলার শ্রীকলা এলাকার আবু বক্কর সরদারের ছেলে আব্দুল গফ্ফর, আব্দুস সাদেকেরে ছেলে আবু রায়হান, রশিদ সরদারের ছেলে রাসেল, তার মা রওশালারা খানম।

 

 

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি আদালতে যাওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।

 

 

মহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে। এতে তাঁরা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

 

 

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com